রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্তে নতুন করে তলব ইডির

ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্তে যোগ দেওয়ার জন্য আবারও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৩ জুন রাহুলকে ইডির আধিকারিকদের সামনে হাজির হয়ে তাঁর বক্তব্য রেকর্ড করতে হবে। প্রসঙ্গত, গত ২ জুন ইডি রাহুল গান্ধীকে তলব করলেও কংগ্রেস নেতা তাঁর বিদেশ সফরের কথা উল্লেখ করে নতুন তারিখ চেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে।

রাহুল গান্ধী ইডিকে জানিয়েছেন যে তিনি ৫ জুন দেশে ফিরতে পারেন। সেই অনুযায়ী ইডি ১৩ জুনের তারিখ নির্দিষ্ট করেছে। আগামী ৮ জুন কংগ্রেসের অন্তর্বতী সভাপতি সোনিয়া গান্ধীকেও এই মামলায় তাঁর বয়ান রেকর্ডের জন্য ডাকা হলেও সোনিয়া গান্ধীর করোনা ভাইরাস ধরা পড়ে বৃহস্পতিবার। তাই আশা করা যাচ্ছে সোনিয়া গান্ধীর ইডি অফিসে হাজির হওয়ার তারিখও পিছিয়ে দিতে পারে ইডি।কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা জানিয়েছেন যে সোনিয়া গান্ধী নিজেকে আইসোলেটেড করে দিয়েছেন এবং ইডির অফিসে যাওয়ার আগে তিনি ফের নিজের টেস্ট করাবেন।

ন্যাশনাল হেরাল্ড তহবিলের অপব্যবহার করার অভিযোগে রাহুল গান্ধী সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে, মামলাটি সিবিআই দায়ের করেছিল এবং ইডির মামলাটি সিবিআইয়ের মামলার ভিত্তিতে। এই সংবাদপত্রতি প্রকাশিত হত অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেডের পক্ষ থেকে।

মা সোনিয়া গান্ধীর পর এবার মেয়েও করোনা আক্রান্ত, উপসর্গ হালকা, টুইট প্রিয়াঙ্কা গান্ধীর মা সোনিয়া গান্ধীর পর এবার মেয়েও করোনা আক্রান্ত, উপসর্গ হালকা, টুইট প্রিয়াঙ্কা গান্ধীর

২০১৩ সালে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ইয়ং ইন্ডিয়া কতৃক এজিএল অধিগ্রহণে সোনিয়া, রাহুল সহ একাধিক কংগ্রেস নেতার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একটি মামলা দায়ের করেছিলেন। ২০১৬ সাল থেকে এজিএল ও কংগ্রেস নেতাদের ভূমিকা নিয়ে তদন্ত করছে ইডি। ইডি সম্প্রতি শীর্ষ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে ও পবন বনসলকে এই মালায় জিজ্ঞাসাবাদ করে।

More RAHUL GANDHI News  

Read more about:
English summary
rahul gandhi has been issued a fresh summon by the ed
Story first published: Friday, June 3, 2022, 13:02 [IST]