'আমি রেকর্ডকে অনুসরণ করি না, রেকর্ড আমায় করে', হাসতে হাসতেই অবসর প্রসঙ্গে দিলেন জবাব

বিশ্বের ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বয়স ৩৭ ছুঁলেও এখনও ক্রমাগত একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ক্রমাগত একের পর এক রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করে চলেছেন।

পুরুষদের ফুটবলে সর্বাধিক গোল সংগ্রহকারী রোনাল্ডো, আন্তর্জাতিক ফুটবলেও সর্বাধিক গোল করার রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। ২০২১-২২ মরসুমে টোটেনহ্যামের বিরুদ্ধে হ্যাটট্রিকের মধ্যে দিয়ে ফুটবল ইতিহাসে সর্বাধিক গোল সংগ্রহকারী হন রোনাল্ডো। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে পর্তুগিজ মহাতারকাকে বলতে দেখা যাচ্ছে, "আমি রেকর্ডকে অনুসরণ করি না, রেকর্ড আমায় অনুসরণ করে। সাধারণ ভাবেই রেকর্ড তৈরি হয়ে যায়।"

ইউনাইটেডে তাঁর প্রত্যাবর্তনের প্রথম বছর রে়ড ডেভিলসদের জন্য আশানরূপ ফল না হলেও রোনাল্ডো জানিয়েছেন তিনি ওল্ড ট্র্যাফোর্ডে অত্যন্ত খুশির সঙ্গেই রয়েছেন। তিনি বলেন, "যেই ক্লাব থেকে আমার কেরিয়ার অন্য উচ্চতা পেয়েছে সেই ক্লাবে ফিরে আমি সত্যি খুব খুশি হয়েছিলাম। দ্বিতীয় বার ফিরে আসার পর যে অনুভূতি হয়েছিল তা অবিশ্বাস্য। সাপোর্টারদের দেখে তাঁদের খুশি দেখে সত্যি খুব ভাল লেগেছিল। আমি আগেও ছিলাম এবং এখনও একই রকম খুশি রয়েছি এখানে।"

রোনাল্ডো এ-ও জানিয়েছেন অ্যাজাক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন বস হিসেবে যোগ দিতে চলা এরিক টেন হাগের তত্ত্বাবধানে খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। তিনি বলেছেন, "আমি জানি অ্যাজাক্সের হয়ে দারুণ কাজ উনি করেছেন, এক জন অভিজ্ঞ কোচ তিনি। কিন্তু ওনার আমাকে সময় দিতে হবে এবং তিনি যেমনটা চান সেই রকম পরিবর্তনও করতে হবে।"

পাশাপাশি রোনাল্ডো এ দিন পরিষ্কার করে দিয়েছেন যে দূর-দূরান্ত পর্যন্ত তাঁর অবসর গ্রহণের কোনও সম্ভাবনা নেই। তিনি বলেছেন, "আমি এখনও কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার মোটিভেশন পাই। শুধু কঠিন পরিশ্রম করে যেতে হবে। এখনও খেলার জন্য প্যাশন অনুভব করি। এবং অবশ্যই ম্যানচেস্টার এবং আমার সতীর্থরা আমায় সাহায্য করে তাই আমায় সেই সব মানুষদের কৃতিত্ব দিতেই হবে যাঁরা ক্রিস্টিয়ানোকে সাহায্য করে। আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ম্যাচ জেতা এবং কিছু চ্যাম্পিয়নশিপ বা কাপ জেতার চেষ্টা করা। আমি বিশ্বাস করি ম্যানচেস্টার সেখানে পৌঁছবে তাদের যেখানে থাকার কথা। কিছু ক্ষেত্রে সময় লাগে কিন্তু আমি এখনও বিশ্বাস করি।" গত মরসুমে রেড ডেভিলসদের হয়ে ২৪ গোল করেন সিআর ৭।

More CRISTIANO RONALDO News  

Read more about:
English summary
Cristiano Ronaldo said he doesn’t follow records but record does. He said this during an chat season with Man U social media team.