ভারতে মানুষ ও উপাসনালয়ের উপর আক্রমণ বাড়ছে, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিঙ্কেনের

ভারতে বেশ কয়কেটটি মসজিদে হওয়া সার্ভে এবং বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা নিয়ে মুখ খুললেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। টনি ব্লিঙ্কেন সম্প্রতি আমেরিকার বার্ষিক আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন প্রকাশের সময় দাবি করেছেন যে মানুষ ও উপাসনালয়ের উপর আক্রমণ বাড়ছে।

কী বলছেন ব্লিঙ্কন?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিঙ্কেন বলেছেন যে ভারতে সাধারণ মানুষ এবং বিভিন্ন ধর্মের উপাসনালয়গুলির উপর ধারাবাহিক আক্রমণ চলছে৷ একই সঙ্গে ব্লিঙ্কন জানিয়েছেন, আমেরিকা বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পক্ষ নেওয়া অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, পাকিস্তান, আফগানিস্তান এবং চিনের মতো এশিয়ার অন্যান্য দেশেও সংখ্যালঘু সম্প্রদায় এবং নারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। আমেরিকা সারা বিশ্বে ধর্মীয় স্বাধীনতার পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে।

ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে সোচ্চার আমেরিকা!

ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করতে, আমরা অন্যান্য সরকার, বহুজাতিক সংস্থা ও সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে এ বিষয়ে কাজ চালিয়ে যাব৷ ব্লিঙ্কন আরও জানিয়েছেন যে, আৃেরিকার মন্ত্রীসভায় ধর্মীয় স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যেতে হবে৷ বৃহস্পতিবার বার্ষিক আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন প্রকাশের সময় সংবাদমাধ্যমের কর্মীদের এই কথা জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী৷

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কংগ্রেসও ভারতের কড়া সমালোচনা করে!

ভারতের সমালোচনা করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কংগ্রেসও৷ আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার বিষয়ে নিজেদের বার্ষিক প্রতিবেদনে তারা অভিযোগ করেছে যে ভারতে ২০২১ সালে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর হামলা, হত্যা, হামলা এবং ভয় দেখানোর মতো ঘটনা বেড়েছে । উদাহরণস্বরূপ বলা হয়েছপ ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং বিভিন্ন ধর্মের বিশাল বৈচিত্র্যের আবাসস্থল৷ প্রসঙ্গ, এর আগে আমেরিকার আর একটি এরকমই ধর্মীয় স্বাধীনতার প্রস্তাব প্রত্যখ্যান করেছিল ভারত

উত্তরপ্রদেশে তৃতীয় বিনিয়োগ সামিট, ৫ লক্ষ কর্মসংস্থানের উদ্যোগে নতুন প্রকল্পের সূচনাউত্তরপ্রদেশে তৃতীয় বিনিয়োগ সামিট, ৫ লক্ষ কর্মসংস্থানের উদ্যোগে নতুন প্রকল্পের সূচনা

More AMERICA News  

Read more about:
English summary
Attacks on people and places of worship are on the rise in India, claims US Secretary of State Tony Blinken
Story first published: Friday, June 3, 2022, 16:12 [IST]