জিতেন্দ্র সিং-এর কাছে ইস্টবেঙ্গল সহ একাধিক আইএসএল ক্লাবের অফার ছিল। একটা সময়ে নিজেও চেয়েছিলেন শহরের দল ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়ে খেলবেন। ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলের অন্যতম স্তম্ভ, এই ক্লাবের জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখেন বহু তরুণ। পেশাদার জিতেন্দ্র শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদল করলেন। তাঁর এজেন্টের সঙ্গে একাধিক দলের অফারের দিকেই চোখ ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে অন্য কোনও ক্লাবে না গিয়ে পুরনো ক্লাব জামশেদপুর এফসি'তেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
জামশেদপুরের সঙ্গে ৩১ মে চুক্তি শেষ হয়েছিল জিতেন্দ্র'র। পুরনো চুক্তি শেষ হওয়ার তিন দিনের মধ্যেই জিতেন্দ্র সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জামশেদপুরের সঙ্গে চুক্তি নবীকরণ করবেন তিনি। শেষ তিন বছর স্টিল সিটির এই দলটির হয়েই আইএসএল-এ খেলেন তিনি।
ইস্টবেঙ্গল ছাড়াও জিতেন্দ্রর কাছে অফার ছিল চেন্নাইয়ান এফসি, কেরল ব্লাস্টার্সের। কিন্তু এজেন্টের সঙ্গে কথা বলে জামশেদপুরে থেকে যাওয়ার সিদ্ধান্তই নেন তিনি।
গত তিন বছরে টাটা গোষ্ঠীর মালিকানাধীন জামশেদপুর এফসি'র হয়ে ৩৩ ম্যাচে খেলেছেন জিতেন্দ্র। ২০১৯ মরসুমে ৮টি ম্যাচ তিনি খেলেছিলেন জামশেদপুর এফসি'র হয়ে। ওই মরসুমে একটিলাল কার্ড এবং হলুদ কার্ড তিনি দেখেন। তাঁর নিভুল পাস ছিল ৭৩.০৩ শতাংশ। ২০২০-২১ মরসুমে খেলেন ৯টি ম্যাচ। একটিও লাল কার্ড বা হলুদ কার্ড এই মরসুমে তিনি দেখেননি। নির্ভুল পাস ছিল ৬৭.৯২ শতাংশ। গত আই লিগে অর্থাৎ ২০২১-২২ মরসুমে ১৯টি ম্যাচ তিনি খেলেন। ১৯ ম্যাচে মাত্র একটি হলুদ কার্ড দেখেন, লাল কার্ড দেখেননি একটিও। তাঁর নির্ভুল পাস ছিল ৭৪.৪২ শতাংশ।
নেশনস লিগে কোনও ক্রমে হার বাঁচালো রোনাল্ডোর পর্তুগাল
জামশেদপুর এফসি'র জার্সিতেই আইএসএল অভিষেক হয় জিতেন্দ্র সিং-এর। আইএসএল-এর আসে আই লিগে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে নিয়মিত খেলতেন জিতেন্দ্র সিং। অপর দিকে, গত মরসুমে এফসি গোয়ার জার্সিতে খেলা স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার আলবার্তো নগুয়েরার ইস্টবেঙ্গল হতে চলেছে বলে ময়দানে হাওয়া উঠলেও তা সঠিক নয়। আসন্ন আইএসএল-এ ইউরোপিয় ফুটবলের প্রথম সারির একাধিক দলে খেলা এই তারকাকে দেখা যাবে মুম্বই সিটি এফসির জার্সিতে।