আজ ৩ জুন। ২০১৮ সালে এই দিনটিকে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ (United Nations General Assembly ) বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে চিহ্নিত করে। পরিবেশবান্ধব যাতায়াতের এই মাধ্যম নীরোগ জীবনযাপনের জন্যও কার্যকরী , এই বার্তাই দেওয়া হয়েছিল। আজ এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতিও বিশেষ বার্তা দিলেন টুইটারের মাধ্যমে।
Lifestyle for Environment (LIFE).
— Narendra Modi (@narendramodi) June 3, 2022
It is World Bicycle Day today and who better than Mahatma Gandhi to take inspiration from to lead a sustainable and healthy lifestyle. pic.twitter.com/r6hclQGjkd
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে মহাত্মা গান্ধীর সাইকেল চালানোর ছবি পোস্ট করেছেন। পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, সংক্ষেপে এটাই লাইফ বা জীবন। আজ বিশ্ব বাইসাইকেল দিবস। সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করার ক্ষেত্রে অনুপ্রেরণা লাভের জন্য মহাত্মা গান্ধীই সর্বোত্তম ব্যক্তিত্ব।
দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের অঙ্গ হিসেবে বিশ্ব বাইসাইকেল দিবসে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে দেশব্যাপী ফিট ইন্ডিয়া ফ্রিডম রাইডার সাইকেল র্যালির সূচনা করেন মন্ত্রী অনুরাগ ঠাকুর। সাড়ে সাতশোজন এই র্যালিতে অংশ নেন। সাড়ে সাত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে র্যালিটি। সাড়ে সাত যেমন ৭.৫, তেমনই সাড়ে সাতশো ৭৫০। এতে ৭ ও ৫ দুটি সংখ্যা রয়েছে, যা দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের সঙ্গে মানানসই।
কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাইছি। ফিট ইন্ডিয়া মুভমেন্ট, খেলো ইন্ডিয়া মুভমেন্ট, ক্লিন ইন্ডিয়া মুভমেন্ট, হেলদি ইন্ডিয়া মুভমেন্টের বার্তা আমরা সাইকেল মিছিলের মাধ্যমে তুলে ধরলাম। সাইকেলের প্রতি আগ্রহ বাড়লে তা দূষণের মাত্রা কমানোর ক্ষেত্রেও ইতিবাচক হবে। ঠাকুর আরও বলেন, আজ গোটা দেশে কয়েক হাজার সাইক্লিস্ট এই উদ্যোগে সামিল হয়েছেন। সাইকেল চালালে দূষণ যেমন কমে, তেমনই ফিট থাকা যায়। স্বচ্ছ ভারত অভিযানের বার্তা দেওয়ার পক্ষেও এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
Early morning today I was joined by over 750 enthusiasts as we kicked off #Cycling4India from Major Dhyan Chand Stadium, Delhi.
— Anurag Thakur (@ianuragthakur) June 3, 2022
• Nationwide #FitIndiaFreedomRider Cycle Rally on #WorldBicycleDay 🚲
| @FitIndiaOff | pic.twitter.com/2mVx6pwFbG
এদিন দিল্লিতে অনুরাগ ঠাকুর ছাড়াও সাইকেল চালাতে দেখা গিয়েছে মন্ত্রী কিরেণ রিজিজু, মনসুখ মাণ্ডব্য, মীনাক্ষী লেখি, সাংসদ মনোজ তিওয়ারি, হর্ষ বর্ধন, রমেশ বিধুরিদের। ১.২৯ লক্ষ তরুণ সাইক্লিস্ট আজ গোটা দেশে ৯.৬৯ কিলোমিটার এলাকা সাইকেলে চড়ে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে সামিল হচ্ছেন। ফিজিক্যাল ফিটনেস বাড়ানোর পাশাপাশি ওবেসিটি, স্ট্রেস, উদ্বেগ এবং রোগের প্রকোপ কমাতে সাইকেল যে কতটা কার্যকরী সেই বার্তাই দেওয়া হচ্ছে। আজাদি কা অমৃত মহোৎসবের অন্যতম অঙ্গ বিশ্ব বাইসাইকেল দিবসে এদিনের এই র্যালি।