Exclusive: এই মরসুমেই আইএসএল-এ দেখা যেতে পারে মহমেডান’কে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন সাদা-কালো কর্তারা

অপর দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মতো ঢাক-ঢোল পিটিয়ে কোনও কাজ করে না মহমেডান স্পোর্টিং। নিজেদের লক্ষ্যে অবিচল থেকে চুপচাপ কাজ করে যাওয়ার মন্ত্রে বিশ্বাসী কলকাতার তৃতীয় প্রধান। শতাব্দী প্রাচীন এই ক্লাব নিঃশব্দে সারছে আইএসএল-এ নিজেদের জায়গা করতে পারার প্রস্তুতি।

সব কিছু ঠিকঠাক থাকলে বাঙ্কারহিলের মাধ্যমে মহমেডানের সঙ্গে যুক্ত হতে চলেছে 'ট্রায়ম ইন্ডাস্ট্রিজ'। সেক্ষেত্রে বাঙ্গারহিলের ৫০ শতাংশ এবং ক্লাবের ১ শতাংশ শেয়ার অর্থাৎ মোট ৫১ শতাংশ শেয়ার থাকবে বোম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত এই সংস্থার হাতে। তবে, এই চুক্তি যে হচ্ছেই তা জোর দিয়ে বলার সময় আসেনি। আগামী দুই সপ্তাহের মধ্যে ক্লাবকে লিগল ড্রাফট পাঠাবে ওই সংস্থা এবং তার পরই ক্লাবের আইনজীবিদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, চুক্তি করা হবে কি না, এই বিষয়ে। সাদা-কালো সচিব দানিশ ইকবাল এই প্রতিবেদককে বলেছেন, "ওরা আগামী দুই সপ্তাহের মধ্যে লিগল ড্রাফট পাঠাবে, সেই ড্রাফট ক্লাবের আইনি পরামর্শদাতারা দেখবেন এবং তাঁরাদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে (চুক্তি করা হবে কি না সেই বিষয়ে)।"

আগামী আইএসএল-কে টার্গেট করে পরিকল্পনা সাজালেও, এখনও ২০২৩-২৪ মরসুমের ইন্ডিয়ান্স সুপার লিগের কথা ভাবছে না সাদা-কালো কর্তারা। তাঁদের লক্ষ্য আসন্ন আইএসএল। ক্লাব ৫১ শতাংশ শেয়ার ছাড়তে যখন রাজি হয়েছে তখন এই মরসুমেই যাতে দল আইএসএল-এ খেলতে পারে তার জন্য মরিয়া চেষ্টা চালাবেন মহমেডান কর্তারা।

ভারতীয় ফুটবলের তিন প্রধান এবং ক্রীড়াক্ষেত্রে বাংলার অগ্রসরের জন্য সব সময়ে এগিয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন প্রধানের মাঠে কৃত্রিম বাতিস্তম্ভও মুখ্যমন্ত্রীর উদ্যোগে বসেছে। ইস্টবেঙ্গলে দুই বার ইনভেস্টার তিনিই পাইয়ে দিয়েছেন। তাঁর কারণেই আজ আইএসএল-এ লাল-হলুদ।

তবে, মহমেডান নিজেরাই ইভেস্টার জোগাড় করেছে এবং নিজেদের দমেই শক্তিশালী দল গঠন করে জিতেছে কলকাতা লিগ। রানার্স হয়েছে ডুরান্ড কাপ এবং আই লিগে। তবে, এ বার আইএসএল-এ খেলার জন্য মুখ্যমন্ত্রী সাহায্য পেতে চায় এই ক্লাব। না কোনও ইনভেস্টার সংক্রান্ত সমস্যায় নয়, শুধু আইএসএল-এর বিডিং যাতে এফএসডিএল খুলে দেয় স্রেফ সেইটুকুই অনুরোধ মহমেডান কর্তাদের। সাদা-কালো ক্লাব সচিবের এই বিষয়ে সংযোজন, "আমরা নিজেরা ইনভেস্টার খুঁজে নিয়েছি। আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো যাতে তিনি নীতা অম্বানিকে বলে আইএসএল-এর বিড খোলার ব্যবস্থা করে দেন। দিদির সঙ্গে নীতা অম্বানির সম্পর্ক বেশ ভাল। সেক্ষেত্রে দিদি যদি বলে দেন মহমেডানের জন্য বিড খোলার জন্য তা হলে আমরা এই বছরই বিডিং করবো।"

তবে, এখন ট্রায়ামের থেকে আসতে চলা ড্রাফটের জন্য অপেক্ষা করছে মহমেডান স্পোর্টিং। সেই ড্রাফট অনুযায়ী ক্লাব রাজি হলে এবং আইনি পরামর্শদাতার সবুজ সংকেত পেলে, তবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মরণাপন্ন হবে সাদা-কালো। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিন-চার সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে দেখা করতে পারে মহমেডান স্পোর্টিং-এর শীর্ষ কর্তারা।

অন্য দিকে, ট্রায়াম এলেও ফুটবল দলের সমস্ত কাজ ক্লাবের সঙ্গে মিলে চালাবে বাঙ্কারহিল। ট্রায়ম শুধু অর্থ বিনয়োগ করবে, ফুটবল সংক্রান্ত তাঁদের কোনও অভিজ্ঞতা নেই। ফলে সেই কাজ করবে ক্লাব এবং বাঙ্কারহিল একত্রে। এই বিষয়ে ক্লাবের ইনভেস্টার সংস্থা বাঙ্কারহিলের অন্যতম প্রধান কর্তা দীপক কুমার সিং বলেছে, "বিড খোলাটা কঠিন কিন্তু বিডিং প্রসেস যদি এফএসডিএল খোলে তা হলে ওরা দরপত্র ওঠাবে মহমেডানের জন্য।" অপর দিকে, ক্লাবের ট্রায়াম এলে বাঙ্কারহিলের অস্তিত্ব সম্পর্কে তিনি বলেছেন, "বাঙ্কারহিল সমস্ত ফুটবল সংক্রান্ত কাজ চালাবে বাঙ্কারহিল। ওদের (ট্রায়ামের) ফুটবল সংক্রান্ত কাজের কোনও অভিজ্ঞতা নেই। ওরা শুধু বিনিয়োগ করবে। ওরা নিজেদের লাভের জন্য মহমেডানে স্পোর্টিং-এ বিনিয়োগ করছে, ওরা অর্থিক দিকটা বুঝবে। দল গঠন, দল পরিচালনা সহ একাধিক বিষয়ে ক্লাবের সঙ্গে একসঙ্গে কাজ করবে বাঙ্কারবহিল, যেমনটা আগে করে এসেছে।"

More MOHAMMEDAN SPORTING News  

Read more about:
English summary
Mohammedan sporting can be seen in this ISL 2022 if everything goes according to plan.