উপ নির্বাচনে জিতলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

আপাতত নিষ্কণ্টক হল সিংহাসন৷ চম্পাওয়াত উপ নির্বাচনে জয়ী হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। চম্পাওয়াত উপনির্বাচনে ৫৪,০০০ ভোটে জিতেছেন ধামি। মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে এই নির্বাচন জিততেই হত ধামিকে। গত ফেব্রুয়ারি-মার্চে উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ভারতীয় জনতা পার্টি। মার্চ মাসেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ধামি৷ কিন্তু শেষ বিধানসভা নির্বাচনে খতিমা থেকে লড়াই করে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন ধামি! তাই এই নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ ছিল বিজেপির জন্য৷

বিধানসভায় কংগ্রেসের কাছে হেরেছিলেন ধামি!

শেষ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভুবন চন্দ্র কাপ্রির কাছে৷ ৬৫৭৯ ভোটে পরাজিত হয়েছিলেন ধামি। এরপর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর চম্পাওয়াত থেকে উপ-নির্বাচন লড়েন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷ এর আগে ২০২২ এর বিধানসভা নির্বাচনে বিজেপির কৈলাশ চন্দ্র গেহতোরি, এই আসনটি জিতেছিলেন৷ তিমি চম্পাওয়াতের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন যাতে মুখ্যমন্ত্রী ধামি এই আসনে লড়াই করতে পারেন।

যোগী-ধামি রোড শো!

প্রসঙ্গত, গত সপ্তাহে বিজেপি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধামির প্রচারে সাহায্য করার জন্য মাঠে নেমেছিলেন। টনকপুরে এক বিশাল রোড শো করেন ধামি-যোগী জুটি। সংবাদ সংস্থা এএনআই-এর পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে প্রচুর বিজেপি সমর্থক গেরুয়া মালা পরে একটি বড় ওপেন-টপ বাসের চারপাশে ধামির হয়ে স্লোগান দিচ্ছেন। এদিম ধামিকে বাসের ছাদে দেখা গিয়েছিল এবং সমর্থকদের উদ্দেশে তিনি হাত নাড়ছিলেন৷

ধামি কে নিয়ে কী বলেছেন যোগী?

প্রচারে এসে যোগী বলেছিলেন, 'পুষ্কর সিং ধামিজির নেতৃত্বাধীন বিজেপি সরকার উত্তরাখণ্ডে উন্নয়নের মডেল দিয়েছে। উত্তরাখণ্ডের মানুষের স্বপ্ন পূরণ করতে বিজেপি প্রয়োজন, পুষ্কর সিং ধামির মতো যুবকদের প্রয়োজন।' অন্যদিকে, ওড়িশার ব্রজরাজনগরেও উপনির্বাচন চলছে, এই আসনে বিধায়ক ছিলেন ক্ষমতাসীন বিজু জনতা দলের কিশোর মোহান্তি, গত ডিসেম্বরে তিনি মারা যাওয়ার পর এই আসনটি শূন্য হয়। বিজেডি নতুন প্রার্থী হিসেবে কিশোরের স্ত্রী আলাকা মোহান্তী -কে প্রার্থী করেছে। বিজেপি এই আসনে লড়াইয়ের জন্য প্রাক্তন বিধায়ক রাধারানি পান্ডাকে মনোনীত করেছে। এই আসনে কংগ্রেসের হয়ে লড়াই করছে প্রাক্তন বিধানসভা স্পিকার কিশোর প্যাটেল।

'‌প্রত্যেক মসজিদে শিবলিঙ্গ খুঁজতে যান কেন?‌’‌ জ্ঞানবাপী মসজিদ প্রসঙ্গে প্রশ্ন আরএসএস প্রধানের'‌প্রত্যেক মসজিদে শিবলিঙ্গ খুঁজতে যান কেন?‌’‌ জ্ঞানবাপী মসজিদ প্রসঙ্গে প্রশ্ন আরএসএস প্রধানের

More UTTARAKHAND News  

Read more about:
English summary
Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami won the by-election
Story first published: Friday, June 3, 2022, 11:26 [IST]