কিছুদিন ধরেই কাশ্মীরের পরিস্থিতি বেশ উত্তপ্ত। সন্ত্রাসবাদীদের গুলিতে কাশ্মীরে একের পর এক নর হত্যার ঘটনা সামনে এসেছে। যা নিয়ে বেশ উত্তপ্ত হয়ে উঠছে সেখানকার পরিবেশ। আর এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকার বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। আর এর মাঝেই আজ, বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। উপস্থিত ছিলেন জিতেন্দ্র সিংও।
মোহনপুর শাখার এল্লাকাই দেহাতি ব্যাঙ্কের ম্যানেজার বিজয় কুমার গুলি করে জঙ্গিরা। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। যদিও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা ঘটার ঠিক দুদিন আগে কুল্গ্রাম জেলার গোপালপাড়ার এক স্কুল শিক্ষককেও এভাবে নিহত করা হয়। ১২ মে একজন কেরানিকে অফিসের ভিতর ঢুকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি ঘটেছে বুদ্গ্রাম জেলার চাদুরি তহসিলে। মৃতের নাম রাহুল ভাট। কাশ্মীরে মোট আটটি হত্যাকাণ্ডের মধ্যে তিনজন পুলিশ সদস্য ও পাঁচজন বেসামরিক নাগরিক।
৩ জুন জন্মু- কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেনাপ্রধান, বাহিনীর মহাপরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে। ১৭ মে স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা সমস্যা ও অমরনাথ যাত্রার পরিপ্রেক্ষিতে দফায় দফায় বৈঠক করেছিলেন। করোনার কারণে প্রায় দুবছরের বেশী সময় ধরে অমরনাথ যাত্রা বন্ধ, বার্ষিক তীর্থযাত্রার ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হবে।
স্কুল শিক্ষকের হত্যার পরে আতঙ্ক! কাশ্মীর উপত্যকা ছেড়ে পালিয়েছে ১০০-র বেশি পণ্ডিত পরিবার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জন্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লিতে একটি বৈঠক করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর শ্রী মনোজ সিনহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত ডোভাল, সেনাপ্রধান, ভারত সরকার ও জম্মু ও কাশ্মীর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বিজয় কুমারকে গুলি করার একটি ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা যাচ্ছে সন্ত্রাসবাদীরা ব্যাঙ্কের দরজা খুলে ভিতরে ঢোকেন। এবং ব্যাঙ্ক থেকে বন্দুক বার করে ব্যাঙ্ক ম্যানেজারকে লক্ষ্য করে গুলি করেন। আর তারপর তারা পালিয়ে যান। আজ, বৃহস্পতিবার সকালে সোপিয়ানেরল বিস্ফোরণ ঘটেছিল, ঘটনায় তিনজন জাওয়ান আহত হন। আর এমন অবস্থায় বেশ উত্তপ্ত সেখানকার পরিস্থিতি।