গোয়াতে মধুচন্দ্রিমা
গুজরাতের বরোদার বাসিন্দা নিজের সঙ্গে নিজেই সাত পাকে বাঁধা পড়বেন এবং বিয়ের প্রতিশ্রুতি নিজেই নেবেন এবং গোয়ায় হানিমুন বা মধুচন্দ্রিমাতে একাই যাবেন। তবে এই বিয়েতে কোনও বর বা বরযাত্রী থাকবে না। রিপোর্ট অনুযায়ী, 'নারী গুরুত্বপূর্ণ' এই সত্যটি তুলে ধরতে নিজেকে নিজে বিয়ে করার পদক্ষেপ নেন ক্ষমা। ক্ষমা বলেন, 'কেউ কেউ স্ব-বিবাহকে অপ্রাসঙ্গিক বলে মনে করতে পারে। কিন্তু আমি আসলে যা চিত্রিত করার চেষ্টা করছি তা হল নারীদের ব্যাপার।'
পরিবার সঙ্গে রয়েছে ক্ষমার
ক্ষমার এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাঁর পরিবারের প্রতিক্রিয়া প্রসঙ্গে ২৪ বছরের তরুণী বলেন, 'আমার পরিবার আমাকে এই বিয়ের জন্য আশীর্বাদ দিয়েছেন।' গুজরাতের গোত্রির এক মন্দিরে ক্ষমা পাঁচটি শপথ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিয়ের পর ক্ষমা ঠিক করেছেন যে তিনি গোয়াতে দু'সপ্তাহের জন্য মধুচন্দ্রিমায় যাবেন।
বিয়ে না করার সিদ্ধান্ত ক্ষমার
বিয়ে কোনওদিন করবেন না, এই সিদ্ধান্তে অবিচল ছিলেন। কিন্তু নিজেকে কনের সাজে দেখতে সবসময় চাইতেন ক্ষমা। তাই নিজেকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বাবা-মা উদার মনের মানুষ। তাই এই বিয়েতে নিমরাজি হওয়ার কারণ নেই। বিয়ের আসরে সিঁদুর দান থেকে সাতপাক ঘোরা, সবই থাকছে। শুধু বর ও বরযাত্রী অনুপস্থিত।
ভারতে প্রথম একক বিয়ে
গুজরাত তো আগে কখনো এ রকম ঘটনার সাক্ষী থাকেনি, সারা দেশেই খুব সম্ভবত নিজেকে বিয়ে করার ঘটনা এই প্রথম। বিদেশে এ ধরনের অনেক বিয়ে হয়েছে এবং তা খুব প্রশংসিত তবে এই দেশ কীভাবে এই বিষয়টিকে নেবে নাকি বিতর্ক তৈরি করবে তা সময় বলবে।