হাত দিলেই ছ্যাঁকা , প্রত্যেক মেট্রো শহরে বাড়ছে টমেটোর দাম

এমনিতেই প্রতিদিন বাড়ছে খাদ্যের দাম। তাঁর উপর এই তালিকায় যোগ দিল নতুন খাবার। জানা যাচ্ছে যে প্রত্যেক মেট্রো শহর অর্থাৎ দিল্লি , মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ে বাড়ছে টমেটোর দাম। জানা যাচ্ছে যে প্রত্যেক শহরেই প্রায় আশি ছুঁই ছুঁই এই সবজির দাম। অবশ্য সব জায়গায় আবার একে সবজি হিসাবে নয় অনেক জায়গায় এটিকে ফল হিসাবেও দেখা হয়।

কী বলছে সরকারি তথ্য ?

প্রতিনিয়ত বাড়ছে টমেটোর দাম। সরকারি তথ্য অনুযায়ী, টমেটোর দামের গ্রাফ এক মাসে তিনবার লাফিয়ে বাড়ল। এর একটি বড় কারণ সরবরাহের অভাব বলে মনে করা হচ্ছে।

কতটা বাড়ছে দাম ?


অনেক শহরেই ১ কেজি টমেটোর দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে৷ যদি রাজধানী দিল্লির কথা বলা হয় তবে ১ কেজি টমেটোর দাম ৪০ থেকে ৭০ টাকার মধ্যে রয়েছে৷ অন্যদিকে, যদি সরকারি তথ্যের দিকে নজর রাখা হয় তাহলে দেখা যাচ্ছে যে মাসে কলকাতায় টমেটোর খুচরা দাম কেজি প্রতি ৫২ টাকা বেড়ে গিয়েছে।

কী হারে বাড়ছে দাম ?

৩০ এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত টমেটোর দাম বৃদ্ধির পর, এটি প্রতি কেজি ৭৭ টাকা হয়েছে। এর সাথে, দেশের আর্থিক রাজধানী মুম্বইতে খুচরো মূল্যও এক মাসের একই সময়ের মধ্যে প্রতি কেজিতে ৩৮ টাকা বেড়েছে। তবে এখন খবর মিলছে যে মুম্বইতে টমেটোর খুচরা দাম কেজি প্রতি ৭৭ টাকা থেকে ৭৪ টাকায় নেমেছে। চেন্নাইতে, এক মাসের এই সময়ের মধ্যে টমেটোর খুচরো দাম কেজি প্রতি ১৫ টাকা বেড়েছে বলে জানা গিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য কারণে সারা বিশ্বে খাদ্য ও পানীয়ের দাম বাড়ছে তাঁর সঙ্গে তালিকায় যোগ দিল এই নতুন খাদ্য।

দিল্লিতে সবজির দাম

পেট্রোলের দাম বৃদ্ধির ফলে পরিবহণ ব্যয় বৃদ্ধি হয়েছে সারা দেশে। এর প্রভাবে এপ্রিল মাসে দিল্লি এবং আশেপাশের অঞ্চলে সবজির দাম বেড়ে যায়, গ্রাহক ও বিক্রেতা উভয় দিকেই সমস্যার সৃষ্টি হয়। সবজি ব্যবসায়ীরা দাবি করছেন যে তারা পরিবহন খরচ বৃদ্ধি এবং ক্রয় মূল্যের ব্যাপক বৃদ্ধির ফলে তাদের কম আয় হয়েছে কারণ সাধারণ মানুষ সেই সময় কম জিনিস কিনছিল বলে বিক্রিও কমে গিয়েছিল।

তবে এই মুহূর্তে সবজির দাম স্থিতিশীল জায়গায় রয়েছে তবে টমেটোর দাম বৃদ্ধি উত্তরের এই শহরের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ ভারতের এই প্রান্তে বহু খাবারে টমেটো ব্যাবহার করা হয়।

More TOMATO News  

Read more about:
English summary
tomato price hike at a very high scale in metro cities
Story first published: Thursday, June 2, 2022, 15:25 [IST]