French Open: স্বপ্নভঙ্গ, ফরাসি ওপেনের শেষ চার থেকে বিদায় বোপান্না-মিডলকুপ জুটির

কোটি কোটি দেশবাসীর বুকে আশা জাগিয়েও তাকে বাস্তব রূপ দিতে পারলেন না রোহন বোপান্না। ফরাসি ওপেনে পুরুষদের ডবলস ইভেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে গেল রোহন বোপান্না এবং মাতওয়ে মিডলকুপ জুটি। রোলাঁ গারোয় শেষ চারে বোপান্না- মিডকুপ জুটি পরাজিত হয় মার্সেলো আরেভালো এবং জিন- জুলিয়ান রজার জুটির বিরুদ্ধে।

বৃহস্পতিবার প্যারিসে শেষ চারের ম্যাচে বোপান্না- মিডলকুপ জুটিকে ৬-৪. ৩-৬, ৬-৭ (৮-১০) ব্যবধানে হারায় এল সাভাডর এবং নেদরল্যান্ডের প্রতিপক্ষের জু'টি। কোনও ভারতীয় হিসেবে শেষ বার গ্র্যান্ডস্ল্যামে ফাইনালে খেলেছিলেন লিয়েন্ডার পেজ। ২০১৩ সালে যুক্তরাষ্ট্র ওপেনে ফাইনান খেলেন লিয়েন্ডার এবং খেতাব জিতে দেশে ফেরেন তিনি।

বোপান্না দীর্ঘ ৯ বছররে প্রীতক্ষার অবসান ঘটিয়ে লিয়েন্ডারের পর অপর ভারতীয় হিসেবে কোনও গ্র্যান্ডেস্ল্যামের ফাইনালে যাওয়ার সামনে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে উঠলো না। ২০১০ সালে প্রথম এবং শেষ বার কোনও গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে পৌঁছান রোহন বোপান্না। পাকিস্তানের তারকা আয়সাম উল হক কুরেশির সঙ্গে জুটি বেঁধে তিনি ফাইনালে পৌঁছে ছিলেন কিন্তু কিংবদন্তি ব্রায়ান ব্রাদার্স, বব এবং মাইকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ওপেনে পরাজিত হতে হয় এই জুটিকে। এই হারের সঙ্গেই রোলাঁ গারো থেকে বিদায় নিল ভারতের শেষ প্রতিনিধি।

এর আগে ২০১৩ এবং ২০১৫ সালে উইম্বলডনের সেমিফাইনালে উঠেও খালি হাতে বিদায় নিতে হয়েছে রোহান বোপান্নাকে। সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়ার রাস্তায় বারবার ধাক্কা খেয়েছেন এই টেনিস তারকা। যদিও মিক্সড ডবলসে ২০১৭ সালে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হন তিনি।

More ROHAN BOPANNA News  

Read more about:
English summary
Pair of Rohan Bopanna and Matwe Middelkoop suffer defeat in the semifinal of French Open 2022.