দেশভাগ সঠিক সিদ্ধান্ত, দাবি কংগ্রেস নেতার!
দেশভাগের সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে। অনেকেই মন থেকে দেশের দু'টুকরো হওয়াটা মানতে পারেননি। অনেকেই মনে করেন দেশভাগ করা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। কিন্তু মধ্যপ্রদেশের কংগ্রেসের বরিষ্ঠ নেতা ও প্রাক্তন মন্ত্রী সজ্জন সিং বর্মা দাবি করেছেন, দেশভাগ আসলে একটি বিচক্ষণ সিদ্ধান্ত। একইসঙ্গে স্বাধীনতা সংগ্রামী হিসেবে মহম্মদ আলি জিন্নার প্রশংসাও করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী। সজ্জন আর বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং মহম্মদ আলি জিন্নাহ দেশভাগ করা নিয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশভাগ করাটা অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত ছিল!
জিন্নার প্রশংসা করলেন কংগ্রেস নেতা সজ্জন!
একই সঙ্গে জিন্নার ভূয়সী প্রশংসা করে সজ্জন বলেন, জিন্নাহ স্বাধীনতার জন্য লড়াই করেছেন, এটা সকলের মনে রাখা উচিৎ। তিনি দেশকে ভাঙেননি। বরং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও তোপ দেগে সজ্জন বলেছেন, ধর্ম-জাতপাতের রাজনীতি করে বিজেপি। সজ্জনের দাবি, উনি (জিন্না) মুসলিম ছিলেন বলে কি স্বাধীনতা সংগ্রামীর সংজ্ঞা বদলে যাবে? এই সংস্কৃতিটা আমদানি করছে বিজেপি। তিনি আরও বলেন, ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তব্য রাখার সময় বলেছিলেন, ১৯৪৭ সালে দেশভাগের জন্য দায়ী ছিলেন নেহরু এবং জিন্নাহ। দেশবাসীর উচিৎ এই দুই নেতাকে ধন্যবাদ দেওয়া। কারণ, তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন!'
দেশভাগ না হলে নরেন্দ্র মোদীরা ক্ষমতা ভোগ করতে পারতেন না!
তবে শুধু কংগ্রেসকে নয় সজ্জনের বক্তব্যের আঁচ সইতে হচ্ছে বিজেপিকেও! জিন্না বন্দনা করার পাশাপাশি সজ্জন বলেন, সেদিন যদি নেহরু-জিন্নারা দেশ ভাগ না করতেন তাহলে আরএসএস প্রধান মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদীরা বর্তমানে নিজেদের ক্ষমতা ভোগ করতে পারতেন না। সজ্জনের এইরকম মন্তব্য ঘিরে তাঁর জোরদার বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে!