ভারতের ক্যারিবিয়ান সফর
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে জানানো হয়েছে, ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকটি হবে ২২ জুলাই ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে। ২৪ ও ২৭ জুলাই সেখানেই হবে সিরিজের বাকি দুটি ম্যাচও। এরপর ২৯ জুলাই ত্রিনিদাদের পোর্ট অব স্পেনেই ব্রায়ান লারা ক্রিকেট আকাদেমির স্টেডিয়ামে হবে টি ২০ আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচটি। এই প্রথম সেখানে হবে পুরুষদের টি ২০ আন্তর্জাতিক। অগাস্টের ১ ও ২ তারিখ সেন্ট কিটস ও নেভিসের ওয়ার্নার পার্কে হবে তৃতীয় টি ২০ আন্তর্জাতিক। এরপর দুই দল পৌঁছে যাবে আমেরিকার ফ্লোরিডার লডারহিলে। সেখানকার ব্রোয়ার্ড কাউন্টি গ্রাউন্ডে টি ২০ আন্তর্জাতিক সিরিজের শেষ দুটি ম্যাচ খেলা হবে অগাস্টের ৬ ও ৭ তারিখ।
কোথায় দেখা যাবে ম্যাচ?
একদিনের আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলি দেখা যাবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে। টি ২০ আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলি শুরু ভারতীয় সময় রাত ৮টা থেকে। ফ্যানকোডে (FanCode)-এ দেখা যাবে ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং। ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরাণ বলেছেন, ওয়স্ট ইন্ডিজ যে ব্র্যান্ডের ক্রিকেট খেলার জন্য পরিচিত সেটা সুনিশ্চিত করতে মুখিয়ে রয়েছেন দলের তরুণ ক্রিকেটাররা। আমি এখন দলের দায়িত্বে এসেছি, প্রতিটি ম্যাচেই তুল্যমূল্য লড়াই চালানোই আমাদের লক্ষ্য। টি ২০ ও ৫০ ওভারের বিশ্বকাপের জন্য প্রস্তুতির ক্ষেত্রেও এই সিরিজ খুব কার্যকরী হতে চলেছে।
ভারতের ঠাসা ক্রীড়াসূচি
ভারত ৯ জুন থেকে ১৯ জুন অবধি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি ২০ ম্যাচ খেলবে। এর মধ্যেই ভারতের টেস্ট দল পৌঁছে যাবে ইংল্যান্ডে। ভারতেরই অপর দল আয়ারল্যান্ডে গিয়ে দুটি টি ২০ আন্তর্জাতিক খেলবে চলতি মাসের শেষে। ১ জুলাই থেকে ইংল্যান্ড সিরিজের অসমাপ্ত পঞ্চম টেস্টটি খেলবে ভারত। তারপর জুলাইয়ের ৭, ৯ ও ১০ তারিখ ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলবে ভারত। জুলাইয়ের ১২, ১৪ ও ১৭ তারিখ রয়েছে ভারত-ইংল্যান্ড তিনটি একদিনের আন্তর্জাতিক। সেই সিরিজের পরেই ভারত সোজা পৌঁছাবে ক্যারিবিয়ান সফরে।
বাংলাদেশ সিরিজ খেলে ভারতের বিরুদ্ধে
ওয়েস্ট ইন্ডিজ নেদারল্যান্ডস সফরে তিনটি একদিনের ম্যাচ খেলে পাকিস্তানে গিয়ে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে। এরপর জুনের ১৬ তারিখ থেকে জুলাইয়ের ১৬ তারিখ অবধি দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট এবং তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে সিরিজের পর দেশের মাটিতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক খেলবে নিকোলাস পুরাণের দল।