বিস্ফোরক মন্তব্য
আর এই বিতর্কের মধ্যেই কার্যত বিস্ফোরক মন্তব্য করে বসলেন ওম পুরি'র প্রাক্তন স্ত্রী নন্দিতা। কলকাতা'য় কেকে'র অনুষ্ঠান এবং উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি নুন্যতম সুযোগ সুবিধা না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন নন্দিতা। তিনি তাঁর টুইটারে লিখেছেন, বাংলার জন্যে লজ্জা হয়। কলকাতাই কেকে'কে মেরেছে। শুধু তাই নয়, রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নন্দিতা। টুইটে দাবি, সরকার এটিকে আড়াল করতেই গান স্যালুট দিচ্ছে। কীভাবে সাত হাজার মানুষ ঢুকল সেখানে তা নিয়েও প্রশ্ন তাঁর। এসি কাজ হচ্ছে না এই বিষয়ে একাধিকবার অভিযোগ জানানো হয়। কিন্তু কেউ কোনও কথা শোনেনি বলেও একের পর এক তোপ নন্দিতার।
সিবিআই তদন্তের দাবি
শুধু তাই নয়, কেকে'র মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নন্দিতা পুরি। টুইটে তিনি লিখছেন, ঘটনার সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে। আর তা না হওয়া পর্যন্ত বলিউডের কলকাতাকে বয়কট করা উচিৎ বলেও দাবি নন্দিতা'র। আর এহেন টুইট ঘিরেই নয়া বিতর্ক তৈরি হয়েছে। যদিও এহেন বিতর্ক নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি কেকে'র পরিবারের তরফে।
সমালোচনার ঝড় বাংলাতেও
অনুষ্ঠানের একাধিক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে কেকে'কে বিধ্বস্ত লেগেছে। শুধু তাই নয়, মঞ্চে বারবার তোয়ালে দিয়ে ঘাম মুছতেও দেখা গিয়েছে। এমনকি এসি কেন কাজ করছে না তা নিয়েও কেকে'কে উদ্যোক্তাদের বলতে শোনা যাচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে কেন নুন্যতম সুবিধা ছিল না সেখানে। এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের দিকেই আঙুল তুলছে বিরোধীরা। যদিও এসি কাজ করেছিল বলে দাবি শাসকদলের। তবে বিশৃঙ্খলা যে হয়েছিল তা কার্যত স্বীকার করে নিয়েছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু।
কি বলছে ডাক্তাররা
তবে এই বিতর্কের মধ্যেই নয়া তথ্য সামনে আসছে। মৃত্যুর কারন জানতে কেকে'র শরীরে ময়নাতদন্ত করা হয়। তবে প্রাথমিক রিপোর্ট বলছে, মৃত্যুর কারণে কোনও অস্বাভাবিকতা নেই। একাধিক ব্লকেজ ছিল। কার্যত হৃদরোগে আক্রান্ত হয়েই কেকে'র মৃত্যু হয়েছে বলে দাবি ডাক্তারদের। তবে পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও আসেনি। আগামী ৭২ ঘন্টার পর সমস্ত রিপোর্ট সামনে আসবে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কারন নিয়ে কোনও অস্বাভাবিক কিছু দেখেননি ডাক্তাররা।