সোমবার থেকেই শরীর খারাপ
কেকে'র সোমবার থেকেই শরীর খারাপ ছিল। ইতিমধ্যে ঘটনায় নিউ মার্কেট থানায় 'অস্বাভাবিক মৃত্যু'র মামলা রুজু হয়েছে। সেই মামলায় তদন্ত শুরু হয়েছে। আর তদন্তে বেশ কয়েকটি তথ্য উঠে আসছে। যেমন জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় স্ত্রীকে কেকে কাঁধে এবং হাতে ব্যাথার কথা জানিয়েছিলেন। তবে গ্যাসের সমস্যা ছিল শিল্পীর। আর সেই কারণে মাঝে মধ্যেই গ্যাসের ওষুধ তিনি খেতেন বলেও জানা গিয়েছে। সোমবারও সমস্যা হওয়াতে গ্যাস বলেই মনে করেছিলেন শিল্পী এবং তাঁর পরিবার।
হার্ট ব্লকেজ পেয়েছেন চিকিৎসকরা
অন্যদিকে কেকে'র অপো বায়াপসি রিপোর্টে হার্ট ব্লকেজ পেয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন ধরেই হার্টের অসুখে ভুগছিলেন। এমনকি মূল ধমনীতে ৭০ শতাংশ ব্লকেজও পেয়েছেন চিকিৎসকরা। আর গানের সময় অতিরিক্ত উত্তেজনার কারণেই রক্ত চলাচল' বন্ধ হয়ে যায় বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, হার্টের পাম্পিং ফেল করে যায় বলেও জানাচ্ছেন চিকিৎসকরা। তবে এই বিষয়ে নিশ্চিত হতে আরও বেশ কিছু সময় লাগবে বলে মনে করছেন চিকিৎসকরা। আর এরপরেই সম্পূর্ণ রিপোর্ট সামনে আসবে।
সিসিটিভি ফুটেজ সামনে এসেছে।
অন্যদিকে হোটেলের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। এমনকি লিফটে থাকাকালীন কেকে'র ছবি সামনে এসেছে। যেখানে তাঁকে রড ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ঝুঁকে যায় মাথা। হোটেলের ঘরে ঢোকার পরেই সোফায় বসতে গিয়ে পড়ে যান কেকে।সোফায় বসার সময় পড়ে গিয়ে টেবিলে মাথা ঠুকে যায় কেকের। আর সেই সময়ে চিকিৎসকের খোঁজে ছোটাছুটি শুরু হয়ে যায়। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর অনুরাগীদের নিরাশ করেননি। হোটেলে ঢুকেও সেলফি তুলেছেন ভক্তদের সঙ্গে।
মুম্বইতে পৌঁছে গিয়েছে কেকে'র নিথর দেহ।
অন্যদিকে ইতিমধ্যে মুম্বইতে পৌঁছে গিয়েছে কেকে'র নিথর দেহ। আগামীকাল বৃহস্পতিবার তাঁর সকালে অসংখ্যা ভক্ত কেকে'কে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। আর এরপরেই মুম্বইতে মহাশশ্মানে শেষ কৃত্য সম্মপ্নন হবে বলে জানা যাচ্ছে।