সৌরভের টুইট ভাইরাল
ঠিক বিকেল পাঁচটা কুড়ি মিনিটে সৌরভ গঙ্গোপাধ্যায় টুইটে লেখেন, ১৯৯২ সালে ক্রিকেটে সফর শুরুর পর ২০২২ সালে ৩০ বছর পূর্ণ করলাম। ক্রিকেট থেকে অনেক কিছু পেয়েছি। সবচেয়ে বড় কথা, আপনাদের সকলের সমর্থন আমি পেয়েছি। ক্রিকেটের এই সফরে যাঁরা আমাকে সমর্থন করেছেন, আমার এই সফরের অংশ হয়েছেন এবং যাঁদের জন্য আমি এই জায়গায় পৌঁছেছি তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।
— Sourav Ganguly (@SGanguly99) June 1, 2022 |
নতুন অধ্যায়ে পদার্পণ
সৌরভ এরপরেই লেখেন, আজ আমি এমন কিছু শুরুর পরিকল্পনা করছি যা বহু মানুষের উপকারে লাগবে। আমি আশা করি, আমার জীবনের নতুন অধ্যায়েও সকলের সমর্থন আমি পাব। সৌরভের টুইটে এই নতুন অধ্যায় নিয়েই আলোড়িত গোটা দেশ, ক্রিকেটবিশ্ব। দেশ-বিদেশের বহু অনুরাগী সৌরভের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে নানারকম জল্পনা চালাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় সৌরভ তৃণমূলে না বিজেপিতে যোগ দিচ্ছেন তা নিয়ে যেমন জল্পনা চলছে, তেমনই তিনি রাজ্যসভায় যাচ্ছেন কিনা তা নিয়েও জল্পনা তুঙ্গে।
|
ব্র্যান্ড গিমিক?
সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন আইপিএলের ফাইনালে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গেও কথা বলতে দেখা যায় সৌরভকে। দুইয়ে দুইয়ে চার করতে সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা চলছে। যদিও সৌরভ ঘনিষ্ঠদের সূত্রে জানা যাচ্ছে, এটি ব্র্যান্ড গিমিক। অর্থাৎ কোনও বাণিজ্যিক সংস্থার প্রচারের অংশ হতে পারে। সৌরভের ভাইরাল টুইটের কয়েক ঘণ্টা আগে একটি বাণিজ্যিক সংস্থার প্রচার চালানো হয়েছে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকেই।
দাদার পাশে সকলেই
সৌরভের বোর্ডে মেয়াদ চলতি বছরেই শেষ হবে কিনা তা ঠিক হবে সুপ্রিম কোর্টে। আইসিসির পরবর্তী চেয়ারম্য়ান হওয়ার দৌড়েও সৌরভই ফেভারিট। সৌরভের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সুসম্পর্ক। রাজনীতিতে যোগদানের লোভনীয় প্রস্তাব সৌরভ সুকৌশলে বারবার ডাক করেছেন। তিনি ঘনিষ্ঠ মহলে বিভিন্ন সময় জানিয়েছেন, রাজনীতিতে যোগ দিতে তাঁর অনীহার কথা। তবে আজকের টুইটের পর সৌরভ বোর্ড সভাপতির পদ ছাড়তে চলেছেন, এমন জল্পনা উড়িয়ে দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। অনেকেই অবশ্য সৌরভের পোস্টে কমেন্টে লিখেছেন, তাঁরা দাদার সঙ্গেই রয়েছেন।