ফের তলব অনুব্রতকে, ভোট পরবর্তী হিংসা মামলায় কি ফের হাজিরা এড়াবেন কেষ্ট

ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। ইতিমধ্যেই তাঁকে হাজিরার দেয়ার নোটিস পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। আগামিকাল দুপুর ১২টা নাগাদ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু তিনি এবার হাজিরা দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ অসুস্থতার কারণে গতবার হাজিরা দেননি তিনি।

ফের তলব অনুব্রতকে তলকে

ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছ। সিবিআইয়ের পক্ষ থেকে আগামিকাল দুপুর বরোটার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে ভোট পরবর্তী হিংসার মামলায় ২৪ মে অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ১৫ দিন সময় চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপরেই আবার ৯ দিনের মাথায় ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই।

অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে সিবিআই

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী এবার সিবিআই স্ক্যানারে। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সেহগাল েহাসেনের ডোমকলের বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারীরা। অনুব্রতর গতিবিধি সম্পর্কে অনেক কিছুই জানেন তিনি। এমনই দাবি করেছেন তদন্তকারীরা। যদিও সেহগাল দাবি করেছেন তিনি অনুব্রত মণ্ডলের দেহ রক্ষী তবে নেতার কাজকর্ম সম্পর্কে তেমন কিছু জানেন না তিনি। বুধবার সকাল আটটা নাগাদ সিবিআইয়ের তদন্তকারীরা ডোমকলে তাঁর বাড়িতে হানা দিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য অনুব্রত মণ্ডল হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়ে দুর্ঘটনায় পড়েছিল সেহগলের গাড়ি। ইলামবাজারের রাস্তায় দুর্ঘটনায় আহত হয়েছিলেন সেহগলের পরিবার। তাতে সেহগলের শিশুকন্যা মারা গিয়েছিল।

অসুস্থ অনুব্রত

অসুস্থ অনুব্রত মণ্ডল। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। গরুপাচার কাণ্ডের মামলায় একবার সিবিআই হাজিরা দিয়েছেন তিনি। নিজাম প্যালেসে ৪ ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে। তারপরেই তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। একাধিক সমস্যা রয়েছে তাঁর শরীরে। চিকিৎসকরা তাঁকে পনেরো দিন পর তাঁকে বাড়িতে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। সেকারণেই তিনি গতবার সিবিআইয়ের হাজিরা এড়িয়েছিলেন।

অনেক দিন পর প্রকাশ্যে অনুব্রত

অনেকদিন পর গতকাল প্রকাশ্যে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চাদর চড়িয়েছিলেন তিনি। অসুস্থতার কারণে দীর্ঘ সময় অনুব্রত মণ্ডলকে প্রকাশ্যে দেখা যায়নি। দেখা যায়নি কোনো রাজনৈতিক কর্মসূচিতে। একাধিকবার অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে দেখা গিয়েছে তাঁকে। উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিেলন তিনি।

দিলীপ ঘোষ নিজের রাস্তাতেই হাঁটেন! 'সেন্সর’ বিতর্কে কি বিদ্রোহের সুর গলায়, জল্পনাদিলীপ ঘোষ নিজের রাস্তাতেই হাঁটেন! 'সেন্সর’ বিতর্কে কি বিদ্রোহের সুর গলায়, জল্পনা

More ANUBRATA MONDAL News  

Read more about:
English summary
Anurata Mandal update news