|
তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য
তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেছেন, উত্তর ভারতের ছাত্ররা তামিলনাড়ুতে করোনা ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। তিনি জানিয়েছেন, কেলামবাক্কাম ভিআইটি কলেজ এবং সত্যসাই কলেজের ছাত্ররা হোস্টেল ও ক্লাসে করোনায়সংক্রমিত হচ্ছেন। মন্ত্রী এই মন্তব্য করেন টুইট করে।
|
সমালোচনায় বিজেপি
তারপরেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় রাজনীতিকদের মধ্যে। বেশ কয়েকজন রাজনীতিক মন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবি করেন। বিজেপি নেতা জিতিন প্রসাদ এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং অবমাননাকর এবং উত্তর ভারতীয়দেরজন্য অপমানজনক বলে মন্তব্য করেন।
তামিলনাডুর করোনা পরিস্থিতি
৩১ মে তামিলনাড়ুর স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী ২৪ ঘন্টা রাজ্যে করোনা আক্রান্ত ৪৯৩ জন। রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৪২ জন। তবে মৃত্যুর কোনও খবর নেই।
দেশের করোনা পরিস্থিতি
দিল্লিতে কয়েকদিন পরপর করোনা সংক্রমণ বৃদ্ধির পরে এখন কিছুটা স্থিতিশীল। এই মুহূর্তে মুম্বইতে বাড়ছে করোনা। ২৪ ঘন্টায় সংক্রমণ বৃদ্ধি হয়েছে ৪৬%। সেদিক থেকে দেখতে গেলে ২৪ ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৭৪৫। মৃত্যু হয়েছে ৬ জনের।
২৪ ঘন্টায় সারা দেশে ৬ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।