|
মুখ্যমন্ত্রীর টুইট
মুখ্যমন্ত্রী এদিন টুইট করে বলেছেন, তিনি আনন্দিত যে রাজ্য সরকার ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির ক্ষেত্রে ২০২১-এর স্কচ স্টেট অফ গভনেন্স রিপোর্টে সারা দেশের মধ্যে শীর্ষে রয়েছে। ১৮ জুন নতুন .দিল্লিতে স্টার অফ গভর্নেন্স স্কচ পুরস্কার দেওয়া হবে। তিনি বলেছেন, ১০০ টি নতুন অনলাইন পরিষেবা প্রবর্তন এবং শিল্পের ওপর থেকে প্রায় ৫০০ টি ব্যবসা সংক্রান্ত ভার কমানো, বিভাদ ভিত্তিক ড্যাসবোর্ডের উন্নয়ন ইত্যাদির জন্য সরকারের গৃহীত উদ্যোগে এই পুরস্কার দেওয়া হচ্ছে। সর্বশেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, এগিয়ে বাংলা।
শিক্ষা দফতর পেয়েছে পুরস্কার
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য স্কচ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট ২০২১- বিভাগে শিক্ষায় প্রথমস্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। গত বৃহস্পতিবার সংস্থার তরফ থেকে রাজ্যকে এব্যাপারে জানিয়ে দিল্লিতে পুরস্কার নিয়ে আমন্ত্রণ জানানো হয়। সাধারণভাবে দফতরের মন্ত্রী কিংবা বিভাগীয় প্রধানরা এই পুরস্কার গ্রহণ করেন। সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী
ব্রাত্য বসু এই পুরস্কার নিতে পারেন।
আগেও স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ
তবে রাজ্যের বিভিন্ন বিভায় স্কচ পুরস্কার আগেও পেয়েছে। এর আগে অর্থ, নারী ও শিশু কল্যাণ দফতর এই পুরস্কার পেয়েছে। ২০২০ সালে নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা এই পুরস্কার গ্রহণ করেছিলেন।
সাম্প্রতিক সময়ে কেন্দ্রের থেকেও পুরস্কার পেয়েছে বাংলা
নিয়োগ দুর্নীতি নিয়ে জেরবার রাজ্য সরকার। হাইকোর্টে এসএসসি নিয়ে চলছে একাধিক মামলা। অন্যদিকে কয়লা ও গরু পাচার মামলায় সিবিআই অনুব্রত মণ্ডলের মতো নেতাকে বারে বারে ডাকছে। সেই পরিস্থিতিতে রাজ্য সরকার সরকারি কাজের জন্য কেন্দ্রীয় সরকারের তরফেও পুরস্কার পেয়েছে। মাস দুয়েক আগে গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে কাজের জন্য বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে রাজ্যের ১৪ টি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রামপঞ্চায়েতকে পুরস্কার দেওয়া হয় কেন্দ্রের তরফে। এর পাশাপাশি বিমান ব্যবস্থায় যোগাযোগ বাড়াবনোর স্বীকৃতিও মিলেছিল কেন্দ্রের তরফে। রাজ্যে বাগডোগরা বিমানবন্দরের আধুনিকীকরণের কাজ চলছে। এছাড়ও মালদহ, কোচবিহারেও কাজ চলছে। তারই স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেয়েছিল রাজ্য সরকার।