এলপিজি সিলিন্ডারে ভর্তুকি কারা পাবেন? নয়া সিদ্ধান্তে কত টাকাই বা মিলবে

আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি। গত কয়েক দফায় একাধিক জিনিসের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। এই অবস্থায় গত কয়েকদিন আগে বড়সড় ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ। সরকার পেট্রোলের উপর থেকে আট টাকা এবং ডিজেলে সাত টাকা কমানো'র ঘোষণা করে।

আর এই ঘোষণার পরে অনেকটাই সস্তা হয়েছে জ্বালানির দাম। পাশাপাশি আরও একটি বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যেখানে সস্তায় সিলিন্ডার কেনার কথা জানিয়েছেন তিনি।

সরকারের এহেন সিদ্ধান্তে কারা উপকৃত হবেন?

মোদী সরকার এই বছর পিএম উজ্জলা যোজনাতে (PM Ujjwala Scheme) প্রায় ৯ কোটি মানুষকে এলপিজি সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকার তাদের প্রতি গ্যাস সিলিন্ডারে 200 টাকা ভর্তুকি দেবে। যোগ্য ব্যক্তিরা বছরে ১২টি সিলিন্ডারে এই ভর্তুকি পাবেন। এমনটাই টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এতে দেশের মা-বোনেদের সুবিধা হবে বলেও মন্তব্য করেন তিনি। এই সিদ্ধান্তে সরকারের বার্ষিক প্রায় ৬১০০ কোটি টাকা খরচ হবে। তবে সরকারের এহেন সিদ্ধান্তে কারা উপকৃত হবেন?

কিন্তু PM Ujjwala Scheme আসলে কি?

প্রধানমন্ত্রী উজ্জ্বলা স্কিম অর্থাৎ যোজনা প্রধানমন্ত্রী মোদীর অন্যতম স্বপ্নের প্রকল্প। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসমন্ত্রক গত ২০১৬ সালে এই স্কিম নিয়ে এসেছিল। গ্রামীণ এলাকা এবং গরীব পরিবারের ঘরে যাতে এলপিজি গ্যাস কানেকশন পৌঁছে যায় সেদিকে তাকিয়েই নয়া এই যোজনা নিয়ে আসে মোদী সরকার। যোজনার ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৫ এপ্রিল পর্যন্ত প্রায় 9.17 কোটি এলপিজি কানেকশন দেওয়া হয়েছে। দেশের ৯ কোটি সুবিধাভোগী যারা আগে কাঠ, কয়লা ইত্যাদিতে তাদের খাবার রান্না করতেন। তবে এখন তাঁরা এলপিজি গ্যাসের মাধ্যমে রান্না করছেন। এই যোজনায় মহিলার অনেংশেই উপকৃত হয়েছে।

কারা এই ভর্তুকি পাবেন?

এই যোজনার মাধ্যমে এসসি পরিবার, এসটি পরিবার, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), পিছিয়ে পড়া শ্রেণি, অন্তদয় অন্ন যোজনার সুবিধা যারা পেয়ে থাকেন। চা এবং চা বাগানের প্রাক্তন এবং বর্তমান প্রাপ্তবয়স্ক মহিলা সহ দেশের সমস্ত গরীব মানুষ এই যোজনার সুবিধা নিতে পারবেন। তবে এই সুবিধা নেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর নুন্যতম বয়স ১৮ হতেই হবে। শুধু তাই নয়, বাড়িতে দ্বিতীয় কোনও এলপিজি গ্যাসের কানেকশন থাকলে চলবে না বলেও জানানো হয়েছে।

প্রথম রিফিল এবং গ্যাস বিনামূল্যে পাওয়া যায়-

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সংযোগের জন্য নগদ সহায়তা ভারত সরকার প্রদান করে। প্রথম এলপিজি রিফিল এবং স্টোভ তেল বিপণন সংস্থাগুলির দ্বারা বিনামূল্যে সংযোগ সহ প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের বিনামূল্যে প্রদান করা হয়।

গত কয়েক দফায় বেড়েছে দাম?

গত কয়েকদফায় একাধিকবার বাণিজ্যিক এবং গৃহস্থের ব্যবহারের গ্যাসের দাম বেড়েছে। ইতিমধ্যে ১৪ কেজি গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। আর এখানে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত Pradhan Mantri Ujjwala যোজনার মাধ্যমে ভুক্তভোগীরা ২০০ টাকা ভর্তুকি পাবেন। আর তা সোজাসুজি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর এই সিদ্ধান্তে প্রায় ৮০০ টাকার কিছু বেশি পড়বে এই যোজনায় থাকা ভুক্তভোগীদের। আর এখানেই প্রশ্ন বিরোধীদের, একজন গরীব মানুষ কি ৮০০ টাকা দিয়ে গ্যাস কেনার ক্ষমতা রাখে?

More GAS News  

Read more about:
English summary
From now who can avail subsidized LPG cylinder. Know the new rules