বিজেপিতে যোগ দিতে চলেছেন হার্দিক প্যাটেলে। অবশেষে নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন পতিদার নেতা। সামনের বিধানসভা নির্বাচনে প্যাটেল গোষ্ঠীর ভোট এক প্রকার নিশ্চিত করে ফেললেন মোদী-শাহরা। কয়েকদিন ধরেই হার্দিকের বিজেপিতে যোগদানের জল্পনা পারদ চড়েছিল। অবশেষে নিজেই তিনি সেকথা ঘোষণা করলেন।