বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, দল বদলের বাজারে আই লিগের সেরা গোলরক্ষক ভাস্কর রায়কে জালে তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের পাঠানো প্রাক-চুক্তি পত্রে সই করেছেন আই লিগ ২০২২-এ গোল্ডেন গ্লাভস জয়ী বাঙালি গোলরক্ষক। ইস্টবেঙ্গল এক বছরের চুক্তি অফার করেছে ভাস্করকে। শুধু আইএসএল-এর জন্য নয়, কলকাতা লিগ, আইএফএ শিল্ড এবং ডুরান্ড কাপেও ক্লাবের জার্সিতে তাঁকে খেলতে দেখা যাবে।
৩১ মে রাজস্থান এফসি'র সঙ্গে ভাস্করের এক বছরের চুক্তি শেষ হচ্ছে, এর পরেই ফ্রি এজেন্ট হিসেবে তিনি যোগ দেবেন লাল-হলুদে। ইস্টবেঙ্গল ছাড়া ভাস্করের কাছে অফার ছিল আইএসএল এবং আই লিগের একাধিক ক্লাবের। কিন্তু ঐতিহ্যশালী ইস্টবেঙ্গলকেই বেছে নিয়েছেন তিনি। তবে, যে হেতু প্রাক-চুক্তি পত্রে সই করিয়েছে ইস্টবেঙ্গল তাই আগামী মরসুমে লাল-হলুদ জার্সিতেই ভাস্কর খেলবেন তা জোর দিয়ে বলা যাচ্ছে না। কারণ প্রাক চুক্তির নিয়ম অনুযায়ী যদি ভাস্কর অন্য কোনও ক্লাবে বড় বা ভাল অফার পান তা হলে তাঁকে ছাড়তে বাধ্য ইস্টবেঙ্গল। ইতিমধ্যে একাধিক ফুটবলারের সঙ্গে প্রাক চুক্তি করে রেখেছে লাল-হলুদ।
সূত্র মারফত এ-ও খবর রয়েছে, অ্যাটাকিং স্প্যানিশ মিডফিল্ডার আলবার্তো নোগুয়েরা'কে সই করাতে পারে লাল-হলুদ। মাদ্রিদের এই ৩২ বছর বয়সী বিদেশির সঙ্গে ইতিমধ্যেই কয়েক দফা কথা হয়েছে শতাব্দী প্রাচীন ক্লাবটির। অ্যাতলেটিকো মাদ্রিদ, ব্ল্যাকপুল, রেসিং সান্তাডারের মতো ক্লাবে তিনি খেলেছেন। ২০২০ সাল থেকে এফসি গোয়ার হয়ে খেলছেন তিনি। আইএসএল-এ নিজের প্রমাণ রেখেছেন তিনি। পাশাপাশি এ-ও শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ছাড়তে পারেন হীরা মণ্ডল। এই বাঙালি ডিফেন্ডারকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে আইএসএল-এর একাধিক ক্লাব। তবে, ওড়িশা এফসি'তে তাঁর যাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।
অপর দিকে, ডেভিড উইলিয়ামস হাতছাড়া হওয়ার পর উজবেকিস্তানের জাতীয় দলের এক ফরওয়ার্ডের দিকে নজর রয়েছে এটিকে মোহনবাগানের। ডেভিডের মতো ক্লাব ছাড়তে পারেন রয় কৃষ্ণ। মুম্বই সিটি এফসি এবং ইস্টবেঙ্গলের বড় অফার রয়েছে তাঁর কাছে। ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইকে দেখা যেতে পারেন চেন্নাইয়ান এফসি'তে।