দিলীপ বিজেপিতে বিপাকে! একের পর এক বিতর্কিত মন্তব্যের পর ‘সেন্সর’ করল দল

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের উপর ক্ষুব্ধ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি চিঠি দিয়ে দিলীপ ঘোষকে 'সেন্সর' করেছেন। সংবাদমাধ্যমের সামনে বা প্রকাশ্যে দলের নেতা-নেত্রীদের নিয়ে মুখ্ খুলতে নিষেধ করা হয়েছে তাঁকে। উল্লেখ্য, সম্প্রতি দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। তারপরই তাঁকে সেন্সর করার সিদ্ধান্ত নেওয়া হল।

জেপি নাড্ডার নির্দেশ মোতাবেক চিঠি দিলীপকে

সম্প্রতি দিলীপ ঘোষের বিজেপির একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে মন্তব্য করেন। দিলীপ ঘোষের সেইসব মন্তব্যের কারণে অস্বস্তি বাড়ছে বিজেপিতে। বিজেপির তরফে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এরপর চিঠি লেখেন দিলীপ ঘোষকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশ মোতাবেক এই চিঠি পাঠান অরুণ সিং।

চিঠি পাইনি, কোনও মন্তব্য করব না

কেন্দ্রীয় বিজেপির তরফে এই চিঠি সোমবার পাঠানো হলেও, দিলীপ ঘোষ সাফ জানিয়েছেন, তিনি এমন কোনও চিঠি পাননি। ফলে যে চিঠি তিনি পাননি, তা নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও সাফ জানিয়ে দিয়েছেন, এটা সম্পূর্ণ দলের ব্যাপার, এসব নিয়ে কোনও মন্তব্য করব না।

বঙ্গে না, বাইরে আটটি রাজ্যের দায়িত্ব দিলীপকে

সম্প্রতি দিলীপ ঘোষকে বাংলার কোনও দায়িত্ব না দিয়ে তাঁকে বাংলার বাইরে আটটি রাজ্যের দায়িত্বে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিজেপি। এই পদক্ষেপ বঙ্গ বিজেপি থেকে তাঁকে অপসারিত করার জন্য কি না, তা নিয়ে একাংশ সন্দিহান। বঙ্গ বিজেপির সঙ্গে তাঁর পড়ছে না বলেই তাঁকে অন্যরাজ্যে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশও।

রাজ্য সভাপতির পদ থেকে সরানোর সময় জানতে পারেননি

সেই জল্পনার মাঝেই দিল্লি থেকে চিঠি পাঠিয়ে দিলীপ ঘোষকে সেন্সর করার সিদ্ধান্ত নেওয়া হল। আবার দিলীপ ঘোষ জানলেন না, তা সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে গেল। ঠিক যেমন একুশের নির্বাচনের পরে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরানোর সময় তিনি জানতে পারেননি তাঁকে সরিয়ে অন্য এক জনকে রাজ্য সভাপতি পদে বাসানো হয়েছে। এবারও তেমনি তাঁকে চিঠি পাঠানোর বিষয়টি প্রকাশ হয়ে গেল।

দিলীপের মন্তব্যে অস্বস্তি, রিপোর্টের পরই সেন্সর!

বিজেপির কথায়, দিলীপ ঘোষ সম্প্রতি দল নিয়ে এবং নেতানেত্রীদের সম্বন্ধে যেসব মন্তব্য করছেন, তা দলের একাংশ মনে করছে বিতর্কিত। দিলীপের এইসব মন্তব্য নিয়ে সম্প্রতি রিপোর্ট পাঠানো হয়েছিল দিল্লি বিজেপির কাছে। তারপরই সেন্সরের চিঠি এল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে কেন্দ্রীয় সহ সভাপতির কাছে। যদিও তিনি এই চিঠি হাতে পাননি বলে জানিয়ে দিয়েছেন।

দিলীপ ঘোষের যে ধরনের মন্তব্যে অখুশি বিজেপি

দিলীপ ঘোষ সম্র্নতি বলেছিলেন, বর্তমান রাজ্য সভাপতি অনভিজ্ঞ। ফলে সকলকে নিয়ে চলার ক্ষেত্রে দলের মধ্যে খামতি তৈরি হচ্ছে। তাঁর মতে, দলের পুরনো নেতারা বসে গিয়েছেন। সম্প্রতি রদবদলে গুরুত্ব দেওয়া হয়েছে নবীনদের। ফলে পুরনোদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে বহিষ্কারের পথে না গিয়ে পুরনোদের সঙ্গে কথা বলা উটিত, তাঁদের ক্ষোভ নিবারণ করা উচিত। এই সংক্রান্ত নানা মন্তব্যে অখুশি বিজেপি। ফলে তাঁর বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা গ্রহণ করল দল। তাঁর মুখে এঁটে দিল কুলুপ।

 অর্জুন সিং-এর পরে কারা তৃণমূলের পথে? একাধিক মন্ত্রী-সাংসদ-বিধায়কের নাম নিয়ে জল্পনা অর্জুন সিং-এর পরে কারা তৃণমূলের পথে? একাধিক মন্ত্রী-সাংসদ-বিধায়কের নাম নিয়ে জল্পনা

More DILIP GHOSH News  

Read more about:
English summary
BJP has issued sensor to Dilip Ghosh due to his controversial comment against party leaders