এদিন সোমবার সন্ধ্যায় রাজধানী দিল্লিতে ব্যাপক বৃষ্টিপাতের ফলে অন্তত দুই জনের মৃত্যুর খবর সামনে এসেছে। দিল্লির জামা মসজিদ এলাকার এক বছর পঞ্চাশের প্রৌঢ় এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। আর একজন উত্তর দিল্লিতে ৬৫ বছরের বৃদ্ধ মারা গিয়েছেন।
দিল্লি বিখ্যাত জামা মসজিদের একটি চূড়ার একাংশ ঝড়-বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে খবর। দিল্লির বিজয় চকেও বৃষ্টির ফলে কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি জানিয়েছেন, মসজিদের চূড়ার অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে তৎপরতা শুরু হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে বিষয়টি দেখভাল করা হবে।
#WATCH | The middle dome finial of Jama Masjid in Delhi suffered damages in the heavy rain and thunderstorm earlier this evening. pic.twitter.com/bWyV0S37EW
— ANI (@ANI) May 30, 2022
জামা মসজিদের চূড়ার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দুই তৃতীয়াংশ ভেঙে মাটিতে পড়ে গিয়েছে। এবং একটি অংশ উপরে ঝুলছে। ওটিকে নামিয়ে না আনলে অনেকের আহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন সন্ধ্যা নাগাদ দিল্লির বেশ কিছু এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি হয়। এবং কিছু এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে। যার ফলে বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে গিয়ে যান চলাচল বিপর্যস্ত হয়। বিদ্যুৎ চলে গিয়ে একাধিক এলাকায় অন্ধকার নেমে আসে। একইসঙ্গে ভারী বৃষ্টির ফলে বেশ কিছু এলাকায় জল জমে বিপত্তির সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে দিল্লি পুলিশের কাছে প্রায় ২৯৪ টি টেলিফোন গিয়েছে এই বলে যে তাদের এলাকায় গাছ পড়ে গিয়েছে।