UPSC Topper 2021: জেএনইউতে পোস্ট গ্র্যাজুয়েশন-জামিয়া'তে কোচিং! কে এই শ্রুতি শর্মা?

UPSC Success Story: ইউপিএসসি পরীক্ষায় একেবারে ঝড় তুলল মেয়েরা। প্রথম তিনটি পজিশনেই দেশের মেয়েদের জয়জয়কার। ২০২১ সালের ইউপিএসসি পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। আর সেখানেই শীর্ষ স্থান অধিকার করেছেন শ্রুতি শর্মা। যিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। তবে এভাবে ইউপিএসসি পরীক্ষায় প্রথম যে হবেন শ্রুতি তা বিশ্বাসই করতে পারেননি। তবে ইউপিএসসি পরীক্ষা পাস করার বিষয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিলেন বলে জানিয়েছেন শ্রুতি।

জামিয়া মিলিয়া থেকে কোচিং

উত্তরপ্রদেশের বাসিন্দা শ্রুতি শর্মা ছোট বেলা থেকেই পড়াশুনাতে ভালো ছিলেন। এমনকি ছোট বেলা থেকেই দেশের জন্যে কিছু করার তাগিদ ছিল। আর সেই তাগিদ সাফল্য এনে দেয় বলে বলছে পরিবার। তবে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমি (আরসিএ) থেকে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুত হন শ্রুতি। শ্রুতি সহ মোট ২৩ জন প্রার্থী, যারা জামিয়া আরসিএ থেকে সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিয়েছিলেন সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বলে রাখা প্রয়োজন, শ্রুতি ভারতীয় প্রশাসনিক পরিষেবা, আইএএস-এ যোগ দিয়ে দেশের সেবা করতে চান। খুব শিঘ্রই কাজে যোগ শ্রুতি দেবেন বলেই খবর।

দ্বিতীয় প্রচেষ্টায় সাফল্য

তবে শ্রুতি দ্বিতীয় চেষ্টায় এই সফলতা পেয়েছেন। এই সাফল্যের পরেই এক ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে প্রথম চেষ্টায় সফল আসেনি। UPSC-এর প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, ঘণ্টা গুনতে হবে না, একটা প্যাটার্ন তৈরি করে পড়াশোনা করতে হবে। আর সেভাবেই চললেই জীবনে সাফল্য আসবে বলে মত শ্রুতি'র। শুধু তাই নয়, লড়াইটা চালিয়ে যেতে হবে। হাল ছেড়ে দিলে হবে না বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন UPSC টপার।

কিন্তু কে এই শ্রুতি শর্মা?

উত্তরপ্রদেশের বিজনোরের বাসিন্দা শ্রুতি শর্মা ইতিহাসের ছাত্রী ছিলেন। দিল্লি থেকেই তাঁর পড়াশুনা সম্পূর্ণ করেছেন তিনি। সর্দার প্যাটেল বিদ্যালয় থেকে ক্লাস ১২ পাশ করেছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক পাশ। আর এরপরেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) এমএ-তে ইতিহাস নিয়ে পড়াশুনা। তবে, তিনি এটি সম্পূর্ণ করতে পারেননি।

টপ ১০ জনের তালিকা-

এই পরীক্ষাতে শ্রুতি প্রথম স্থানে রয়েছে। যেখানে দ্বিতীয় স্থান পেয়েছেন অঙ্কিতা আগরওয়াল এবং তৃতীয় হয়েছেন গামিনী সিঙ্গলা। এছাড়াও চতুর্থ স্থানে রয়েছেন ঐশ্বর্ষ ভার্মা। উত্তর্ক দ্বিবেদী রয়েছেন পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে রয়েছেন যক্ষ চৌধুরী, সম্যক এস জৈন রয়েছেন তালিকার সপ্তম স্থানে। অস্টম স্থানে ফের একজন মহিলা। যিনি ইশিতা রাঠি। এছাড়াও প্রীতম কুমার এবং হরকিরাত সিং রনধাওয়া যথাক্রমে নবম স্থান এবং দশম স্থান পেয়েছেন।

More UPSC News  

Read more about:
English summary
Shruti Sharma ranks first in UPSC civil service final result
Story first published: Monday, May 30, 2022, 19:40 [IST]