পাঞ্জাবী জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা খুনের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ আটক করল এই খুনের ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকে। সোমবার তাকে উত্তরাখণ্ড থেকে আটক করা হয়। জানা গিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি হেমকুণ্ড সাহিব যাত্রার তীর্থযাত্রীদের মধ্যে পাহাড়ে লুকিয়ে ছিল। পাঞ্জাব ও উত্তরাখণ্ড পুলিশের যৌথ অভিযানে অবশেষে সন্দেহভাজন ধরা পড়ে। তাকে পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
সিধু মুসে ওয়ালা হত্যা তদন্তে বড় তথ্য, খুনের পরিকল্পনার যোগ রয়েছে তিহার জেলে, সন্দেহ পুলিশের
এ বছর পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন সিধু। পুলিশ জানিয়েছে কংগ্রেস নেতার ওপর অটোমেটিক অ্যাসল্ট রাইফেল দিয়ে ৩০ বার গুলি চালানো হয়। পাঞ্জাব পুলিশের প্রধান ভিকে ভার্বা জানিয়েছেন যে গ্যাংস্টারদের মধ্যেকার ঝামেলার কারণে এই খুন। তিনি এর সঙ্গে এও যোগ করেন যে গায়কের ম্যানেজার শগুনপ্রীত, যার নাম গত বছর জড়িয়ে গিয়েছিল তরুণ অকালি নেতা ভিকি মিদুখেরার খুনের সঙ্গে। এরপরই শগুনপ্রীত অস্ট্রেলিয়ায় পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, সিধু মুসে ওয়ালাকে খুন করার কারণ হতে পারে মিদুখেরা খুনের ঘটনার প্রতিশোধ।