Madhyamik Result: আগামী তিন তারিখ মাধ্যমিকের ফল প্রকাশ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল পর্ষদ

করোনা পরিস্থিতিতে এবার অফলাইনে ভোট হয়েছে। গত কয়েকমাস আগেই মাধ্যমিক পরীক্ষা হয়েছে রাজ্যে। আর এরপরেই গত কয়েকদিন ধরেই মাধ্যমিকের ফয়ালফল প্রকাশের দিন নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে মাধ্যমিকের তারিখ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী তিন জুন মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।

বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হল মধ্যশিক্ষা পর্ষদের তরফে। একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে বলে জানা যাচ্ছে।

গত বছর করোনা পরিস্থিতি থাকায় পরীক্ষা নেওয়া যায়নি। বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু এবারেও পরীক্ষা নেওয়া নিয়ে একটা অস্বস্তি তৈরি হয়। কিন্তু সংক্রমণ কমলেই পরীক্ষা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়। মাধ্যমিক পরীক্ষা হয় ৭ মার্চ থেকে ১৬ মার্চ। এবার রেকর্ড সংখ্যায় পরীক্ষার্থী পরীক্ষায় বসে। ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন মাধ্যমিক পরীক্ষায় বসে। তথ্য বলছে গত কয়েক বছরের মধ্যে ৫০ হাজারেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিকে বসে।

ছাত্র এবং ছাত্রী নির্বিশেষে এই সংখ্যায় মাধ্যমিক দেয়। আর সেই পরীক্ষা হওয়ার তিনমাসের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। মূলত মাধ্যমিক পরিক্ষর ফলাফল প্রকাশের ক্ষেত্রে তিন মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করে থাকে। এবারও এর অন্যথা হল না। পরীক্ষা শেষ হওয়ার আড়াই মাসের মধ্যেই রীতি মেনেই আগামী তিন জুন মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে পর্ষদ।

আগের মতোই এবার ১০ জনের মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।

কি ভাবে পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল জানতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। জানা যাচ্ছে, প্রথমে সকাল ৯ টায় সাংবাদিক বৈঠক হবে। এবার সমস্ত স্কুলে ১০ টা থেকেই মার্কশিট পরীক্ষারথীরা হাতে পেয়ে যাবে বলে জানানো হয়েছে। তবে এর আগে অনলাইনেই সমস্ত ফলাফল জানা যাবে বলেও জানানো হয়েছে। আর সেদিকে তাকিয়ে বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইটও আছে বলে জানানো হয়েছে।

সেগুলি হল- www.wbbse.wb.gov.ইন এবং http://wbresults.nic.ইন তো রয়েছেই। এর সঙ্গে আরও বেশ কয়েকটি ওয়েবসাইট আরও রয়েছে যেখানে মাধ্যমিক ফলাফল সকাল থেকেই জানা যাবে। অন্যদিকে খুব শিঘ্রই উচ্চ মাধ্যমিক ফলাফলও খুব শিঘ্রই প্রকাশ হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহেই হয়তো এই সংক্রান্ত ফলাফল প্রকাশ করা হবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে এমনটাই জানা যাচ্ছে। যদিও এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি বলেই খবর।

More EXAMINATION News  

Read more about:
English summary
Madhyamik Result 2022 date announce in west bengal details information