ভয়াবহ দুর্ঘটনা নাইজেরিতে। সে দেশের একটি চার্চে পদপিষ্টর ঘটনা সামনে আসছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।
তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এই ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে পোর্ট হারকোর্ট শহরে।
শনিবার ওই চার্চে খাবার খাওয়ার জন্যে কয়েকশ লোক জড়ো হয়। আর সেই ভিড়ের চাপে চার্চে গেট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর এরপরেই ভয়ঙ্কর বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় বলে খবর। একে অপরকে একেবারে চাপা দিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এই ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর সামনে আসছে।
মৃতদের মধ্যে বেশির ভাগই বাচ্চা বলে জানা যাচ্ছে। নাইজেরিয়ার একাধিক স্থানীয় সংবাদমাধ্যম এই ঘটনা প্রসঙ্গে জানাচ্ছে, পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলি 'শপ ফর ফ্রি' চ্যারিটি ইভেন্ট বলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছিল। একেবারে সকাল থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করে বলে দাবি।
সিএনএনে প্রকাশিত খবর অনুযায়ী, উপহার সামগ্রী বিতরণ প্রক্রিয়া চলাকালীনই হঠাত করে গেট পড়ে। আর ভয়ঙ্কর ভিড়ের কারণেই পদপৃষ্টের মতো মারাত্মক ঘটনা ঘটেছে। নিহতদের অধিকাংশই শিশু রয়েছে বলেও প্রকশিত খবর জানাচ্ছে। তবে এই ঘটনার পরেই সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলেই খবর।
ঘটনার পরেই স্থানীয় প্রশাসনের বিশাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ঠিক কি কারণে এত বড় ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত রকম ব্যবস্থা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে ঘটনার পরেই স্থানীয় পোর্ট হারকোর্ট সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনায় আহতদের। সেখানেই সবরকম চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই খবর।