সঠিক সময়ে দ্রুত পদক্ষেপ করলেই মাঙ্কিপক্স নিয়ন্ত্রণ আনা যাবে, আশার কথা শোনাল হু

করোনা মহামারীর মধ্যে আরেক আতঙ্ক মাঙ্কি পক্স। দ্রুত ছড়িয় পড়ছে বিশ্বের একাধিক দেশে। এই মাঙ্কি পক্সের সংক্রমণ রোধ করতে কী করা জরুরি তা নিয়ে আশার কথা শোনাল বিশ্বস্বাস্থ্য সংস্থা। তাঁরা জানিয়ছেন সঠিক সময়ে রোগের চিহ্নিত করণ এবং চিকিৎসা জরুরি। সেটা করতে পারলেই অনেকটা রোধ করা যাবে মাঙ্কি পক্সের দ্রুত সংক্রমণ।

মাঙ্কি পক্স মূলত মহামারীর সঙ্গে আসা একটি রোগ। এচা পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতে প্রথম থেকে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। তারপরে সেটা ছড়িয়ে পড়ে ইউরোপ এবং আমেরিকার দেশগুলিতেও। ইউরোপের একাধিক দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। আমেরিকাকেও সংক্রমণ বাড়ছে। ভারতকও সতর্ক করা হয়েছে মাঙ্কি পক্সের সংক্রমণ নিয়ে।

{image-_124900019 bengali.oneindia.com}

মাঙ্কি পক্স অনেকটা স্মলপক্সের মতই হয়। গায়ে জ্বর, গলা ব্যাথার সঙ্গে সারা গায়ে লাল লাল ফোস্কা পড়ে যায়। স্মলপক্সে যেন জল ফোস্কার মত পড়ে মাঙ্কি পক্সের ক্ষেত্রে সেই ফোস্কার ধরন একটু বড় হয়। একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে সংক্রমণ। সেই সংখ্যা বাড়ছে। তবে মাঙ্কিপক্স তেমন মারণ রোগ নয়। চার সপ্তাহ রোগীর শরীরে থাকে। তারপর ধীরে ধীরে কমে যায়। এখনও পর্যন্ত মাঙ্কিপক্সে কোনও মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

বিশ্বস্বাস্থ্য সংস্থা সব দেশকেই সতর্ক করে এই রোগের মোকাবিলায় পদক্ষেপ করার কথা বলেছে। বিশ্বের ২০টি দেশে মোট ৩০০ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছন। মাঙ্কি পক্সর সংক্রমণ রোধ করার একমাত্র পথ হল সঠিক সময়ে পদক্ষেপ করা। সঠিক সময়ে রোগ চিহ্নিত করে আক্রান্ত ব্যক্তিক আইসোলেশনে পাঠাতে পারলেই মাঙ্কি পক্সের সংক্রমণ নিয়ন্ত্রণ আনা যায়। মাঙ্কি পক্স মোকাবিলায় করোনা টিকাকরণও জোর দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

মাঙ্কি পক্স মোকাবিলায় একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে ভারত। তামিলনাড়ু, মহারাষ্ট্র, রাজস্থান সরকার বিমানবন্দর গুিলত নজরদারি শুরু করেছে। বিশেষ করে বিমানবন্দরগুিলতে নজরদারি চালানো হচ্ছ। ইউরোপ এবং আফ্রিকার দেশ গুলি থেকে যাঁরা আসছেন তাঁদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে একাধিক হাসপাতােল আইসোলেশন ওয়ার্ড তৈরি রাখা হয়েছ। উপসর্গ যুক্ত কোনও ব্যক্তিকে চিহ্নিত করলেই তাঁকে আইসোলেশনে পাঠাতে বলা হয়েছে। এমনকী পশ্চিমবঙ্গে বিমানবন্দরে নজরদারি চালানো হচ্ছে।

More MONKEY News  

Read more about:
English summary
Monkeypox may be prevented easyli
Story first published: Saturday, May 28, 2022, 19:09 [IST]