সিমোনা হালেপের প্যানিক অ্যাটাক ফরাসি ওপেনে, বিদায়ের আগে কোন সমস্যা প্রাক্তন চ্যাম্পিয়নের?

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন প্রাক্তন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ। চিনের জেং কিনওয়েনের বিরুদ্ধে ম্যাচে প্রথম সেটটি তিনিই জিতেছিলেন। কিন্তু খেলার মাঝেই তিনি অসুস্থ হয়ে পড়েন। শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল বলে ডেকে নেন ট্রেনারকে। এরপর কোর্টে ফিরেও অবশ্য পরাজয় এড়াতে পারেননি।

২০১৮ সালের চ্যাম্পিয়ন হালেপের সঙ্গে মহিলাদের সিঙ্গলসে এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন প্রথম দশে থাকা ৭ জন বাছাই তারকা। দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতে পেরেছেন বিশ্বের ১ নম্বর ইগা স্বোয়াতেক (Iga Swiatek), তৃতীয় বাছাই পাওলা বাদোসা ও সপ্তম বাছাই আরিনা সাবালেঙ্কা। ইগা মার্কিন আলিসন রিস্কেকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন ৬১ মিনিটে। বাদোসা তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর পৌঁছেছেন তৃতীয় রাউন্ডে, স্লোভেনিয়ার কাজা জুভানকে হারিয়ে। সাবালেঙ্কা স্ট্রেট সেটে সহজ জয় পেলেন ম্যাডিসন ব্রেঙ্গলের বিরুদ্ধে।

Safe to say that Simona Halep isn't feeling her best. pic.twitter.com/WbIxcwnw0M

— The Tennis Podcast (@TennisPodcast) May 26, 2022

হালেপ দ্বিতীয় রাউন্ডের ম্য়াচের দ্বিতীয়ার্ধ থেকেই অসুস্থ বোধ করতে থাকেন। তার ফলে ১৯ বছরের জেং দ্বিতীয় সেটের ১২টি গেমের ১১টিতেই জিতে যান। প্রথম সেট জেতার পর ব্রেক পয়েন্টও আদায় করে নিয়েছিলেন হালেপ। কিন্তু তারপর থেকেই সমস্যা বেড়ে যায়। পরে তিনি বলেন, এমন অভিজ্ঞতার সাক্ষী আগে হইনি। বুঝতেই পারছি না ঠিক কী হলো। আমি এগিয়েও ছিলাম। ভালো খেলছিলামও। তারপরও যা হলো তাতেই আমি ম্যাচ থেকে হারিয়ে গেলাম। ফোকাস ঠিক রাখতে পারিনি বলেই এই পরাজয়। ম্যাচের শেষেও স্বাভাবিক বোধ করছিলাম না। সুস্থ হতে বেশ কিছুটা সময়ও লাগে।

হালেপ আরও বলেন, যেটা হয়েছে সেটা বিপজ্জনক কিছু নয় বলেই আমার ধারণা। তবে এখন এটা ভালো যে হাসতে পারছি। হালেপের ছিটকে যাওয়ার পাশাপাশি আরও কয়েকটি অঘটন ঘটেছে ফরাসি ওপেনে। উইম্বলডনের রানার-আপ ক্যারোলিনা প্লিসকভাকে হারিয়ে দিয়েছেন বিশ্বের ২২৭ নম্বর টেনিস খেলোয়াড় লিওলিয়া জিনজিন। নবম বাছাই মার্কিন ড্যানিয়েলা কলিন্সকে বৃহস্পতিবার হারিয়ে দিয়েছেন স্বদেশীয় শেলবি রজার্স। গতবারের চ্যাম্পিয়ন বারবোরা ক্রেজসিকোভা প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন। বিদায় নিয়েছেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন তথা এবারের ত্রয়োদশ বাছাই জেলেনা ওসাপেঙ্কো।

More FRENCH OPEN News  

Read more about:
English summary
Former Champion Simona Halep Suffered Panic Attack During Second-Round Match At The French Open. She Appeared To Have Difficulties With Her Breathing.
Story first published: Friday, May 27, 2022, 9:39 [IST]