২৬ জন সেনা জওয়ানকে নিয়ে লাদাখে নদীতে পড়ল গাড়ি, এখনও পর্যন্ত মৃত সাত

মর্মান্তিক দুর্ঘটনা। লাদাখের শোক নদীতে পড়ল ভারতীয় সেনার একটি গাড়ি। যেখানে অন্তত ২৬ জন জওয়ান ছিল বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত সাতজন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ঘটনায় আহত বহু। ইতিমধ্যে ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আহতদের মধ্যে বেশ কিয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

বিস্তারিত আসছে...

More LADAKH News  

Read more about:

ladakh

English summary
7 Indian Army soldiers lost their lives so far in a vehicle accident in Turtuk sector
Story first published: Friday, May 27, 2022, 17:08 [IST]