দিনব্যাপী বৈঠকে পরিকল্পনা চূড়ান্ত
বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দিনব্যাপী বৈঠক চলে। সেখানে ২০২৪-এর রাজনৈতিক যুদ্ধের নীল নকশা নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। সেখানেই উঠে এসেছে ১৪৪ টি লোকসভার আসনের কথা।সেখানে বিজেপি দ্বিতীয় কিংবা তৃতীয়স্থানে থেকে ২০১৯-এর নির্বাচনে পরাজিত হয়েছিল।
যাবেন কেন্দ্রীয় মন্ত্রীরা
এই ১৪৪ টি আসনকে বিজেপির তরফে দুর্বল বলে চিহ্নিত করা হয়েছে। ঠিক হয়েছে বিজেপির তরফে কেন্দ্রীয় মন্ত্রীরা ওইসব নির্বাচনী এলাকায় যাবেন। এছাড়াও সাধারণ মানুষের সঙ্গেও যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।এইসব আসনগুলি থেকে প্রত্যেক কেন্দ্রীয় মন্ত্রীকে তিনটি করে আসন বেছে দেওয়া হবে। তাঁরা এইসব নির্বাচনী এলাকায় তিনদিন করে থাকবেন এবং দলের সাংগঠনিক শক্তি যাচাই করে জয়ের জন্য কৌশল তৈরি করবেন।
তুলে ধরা হবে মোদী সরকারের কল্যাণমূলক কাজকে
বৃহস্পতিবার মোদী সরকার ৮ বছর পূর্ণ করছে। তার ঠিক একদিন আগে হওয়া বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানেই ঠিক হয় সাধারণ মানুষের সামনেমোদী সরকারের কল্যাণমূলক কাজকে জনগণের সামনে তুলে ধরে প্রচার করার পরিকল্পনা করা হয়েছে।
একাধিক কেন্দ্রীয় মন্ত্রী বাংলা সফর করবেন
জানা গিয়েছে, বিজেপির এই অভিযানে ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি এবং জ্যোতিরাদিত্য সিন্ধি মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত পশ্চিমবঙ্গ সফর করবেন। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া যাবেন পঞ্জাবে। পরিকল্পনা অনুযায়ী বিজেপি ৩০ মে থেকে ১৫ জুনপরিষেবা, সুশাসন. দরিদ্রদের কল্যাণ থিমের অধীনে মোদী সরকারের আটবছর পূর্তি উদযাপন করবে। প্রসঙ্গত ২০২৪-এর মার্চ থেকে মে মাসের মধ্যে লোকসভা নির্বাচন হওয়ার কথা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচন বিজেপির কাছে ২০১৯-এর তুলনায় বেশ কঠিন হতে চলেছে। তবে সেটা কতটা কঠিন হবে, তা নির্ভর করছে বিরোধী জোটের ওপরে। সেক্ষেত্রে বিজেপির আসন সংখ্যা কমবে বলেইমনে করছেন তারা। তবে যে নির্বাচন হতে প্রায় ২২ মাস দেরি, সেসম্পর্কে ভবিষ্যদ্বাণী করাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলেও জানাচ্ছেন তাঁরা।