কৃষি আইন
আট বছরে মোদী সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছিল, তার মধ্যে কৃষি আইন ছিল অন্যতম। যা নিয়ে তীব্র আন্দোলনের মুখে পড়ে সরকার। অবশেষে সেখান থেকে পিছিয়ে এসে, সেই আইন প্রত্যাহার করে
নেওয়া হয়। একবছরের বেশি সময় ধরে দিল্লির সীমান্তে অবস্থান করেছিলেন কৃষকরা। মোদী সরকারের কোনও প্রস্তাবেই রাজি হননি আন্দোলনরত কৃষকরা।
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার
দ্বিতীয়বার ক্ষমতায় আসার কয়েকমাসের মধ্যে নরেন্দ্র মোদী সরকার সব থেকে বড় যে সিদ্ধান্তটি নেয় তা হল জম্মু ও কাশ্মীর থেকরে ৩৭০ ধারার প্রত্যাহার। ২০১৯-এর ৫ অগাস্ট ৩৭০ ঝারা প্রত্যাহারের পাশাপাশি ৩৫-এ ধারার বিধানগুলিও
বাতিল করা হয়। পাশাপাশি জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। আলাদা করে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদার সরিয়ে সেখানেও কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা দেওয়া গয়।
সিএএ-এনআরসি
২০১৯-এ ক্ষমতায় আসার পরে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারার অবলুপ্তির পরে অপর যে বড় সিদ্ধান্তটি নেয় মোদী সরকার তা হল সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ। যার ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন,
বৌদ্ধ ও পার্সি উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ। পরবর্তী সময়ে দিল্লি ছাড়াও দেশের বিভিন্ন অংশে এনআরসি নিয়ে আন্দোলন তীব্র হয়ে উঠে।
জিএসটি
মোদী সরকারের অন্যতম বড় সিদ্ধান্ত জিএসটি আইন পাশ করানো। পুরো দেশের জন্য একই পণ্য ও পরিষেবা কর আগেকার অন্যসব করকে সরিয়ে জায়গা করে নিয়েছে। ২০১৭-র জুলাই জিএসটি
চালু করা হয়। ব্যবসায়ীরে জিএসটি নিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন। আর বর্তমান সময়ে বিভিন্ন রাজ্য সরকার অভিযোগ করছে জিএসটির লাগুর ফলে তাদের রাজকোষ পূরণ হচ্ছে না।
নোটবন্দী
ক্ষমতায় বসার দুইবছরের কিছু বেশি সময় পার করে ২০১৬-র ৮ নভেম্বর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী নোটবন্দির কথা ঘোষণা করেন। সেই সময়কার ৫০০
ও ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়া হয়। তার জায়গায় নতুন ৫০০ ও ২০০০ টাকা নোট চালু করা হয়। সেই সময় পুরনো নোট বদলে নতুন নোট নেওয়ার লাইনে দেশব্যাপী বহু
মানুষের মৃত্যু হয়। আর যে কারণে নোট বাতিল করা হয়েছিল, তার কতটা সুরাহা হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
সার্জিক্যাল স্ট্রাইক
উরিতে ভয়াবহ জঙ্গি হামলার পরে ভারতীয় সেনারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের লঞ্চপ্যাডে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। মোদী সরকারের দাবি সেই মামলায় মারা যায় বহু জঙ্গি।
তিনতালাক আইন
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে মোদী সরকার মুসলিম মহিলাদের তিন তালাক থেকে বের করে আনতে নতুন আইন প্রণয়ন করে। এই আইনে তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে
গণ্য করা হয়েছে। তিন তালাক আইন, মুসলিম মহিলাদের বিবাহের অধিকার সুরক্ষা আইন, ২০১৯ নামে পরিচিত।
রুশ-ইউক্রেন যুদ্ধ
সাম্প্রতিক সময়ে ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পরে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায় ভারত। সেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের পাশাপাশি আন্তর্জাতিক মহলে চাপ থাকলেও
ভারত এই মুহূর্তে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে চলেছে।