Weather Update: বৃষ্টি কমতেই ঊর্ধ্বমুখী পারদ! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

সাগরে সক্রিয় মৌসুমী বায়ু (monsoon), তা ধীরে ধীরে উত্তরের দিকে এগোচ্ছে। তবে তার মধ্যে বাংলা জুড়েই বাড়ছে তাপমাত্রা (temperature)। আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গের পাঁচ জেলাকে বাদ দিলে রাজ্য জুড়েই বৃষ্টি (rain) আপাতত কমবে। তবে সন্ধের দিকে কোথাও কোথাও ঝড় বৃষ্টি চলতে থাকবে।

উত্তরবঙ্গের ৫ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৮ মে শনিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন চারেকে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়ে-বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ মে শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ মে শনিবার সকালের মধ্যে কয়েকটি জেলা বাদ দিয়ে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। যে কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। একইসঙ্গে আগামী দিন চারেকে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা বৃদ্ধি পেলেও তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই কোথাও। অন্যদিকে রবিবার থেকে ফের ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

গত কয়েকদিনের মতো আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা, এমনটাই বলা হয়েছে এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে। সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও এলাকায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিত আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫.৪)
বহরমপুর (২৫.৬)
বাঁকুড়া (২৫.৭)
বর্ধমান (২৪.৬)
কোচবিহার (২৫.৬)
দার্জিলিং (১৫.৪)
দিঘা (২৭.৬)
কলকাতা (২৭.৪)
মালদহ (২৫.৪)
শিলিগুড়ি (২৬.৩)
শ্রীনিকেতন (২৪.৮)

More WEATHER News  

Read more about:
English summary
Weather office says temperature will increase by 2-3 degrees in coming 3-4 days throughout West Bengal.