কোয়ালিফায়ার ১-এ নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্লবার মুখোমুখি হওয়ার কথা রাজস্থান রয়্যালস এবং গুজরাত টাইটানসের। এই ম্যাচে যে দল জিতবে সে সরাসরি জায়গা করে নেবে ফাইনালে এবং পরাজিত দলকে এলিমিেটার জয়ী দলের বিরুদ্ধে খেলতে হবে কোয়ালিফায়র ২-এ। কিন্তু আদৌ কী এই ম্যাচ আয়োজন করা সম্ভব হবে, এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন।
মুম্বই ছেড়ে আইপিএল-এ ফিভার ফিরেছে কলকাতায়। কলকাতা নাইট রাইডার্স বহু আগে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেলেও এই ম্যাচকে ঘিরে মানুষের উন্মাদনার কোনও খামতি নেই। টিকিটেক হাহাকার সর্বোত্র। একটা টিকিটের কালো বাজারে মূল্য উঠেছে পাঁচ থেকে ছয় হাজার টাকা। কিন্তু যেই ম্যাচের জন্য এত কিছু, এত টাকা উড়ছে সেই ম্যাচ ভেস্তে যাবে না তো! আবহাওয়ার পূর্বাভাবস কিন্তু বেশ শঙ্কা রাখছে আয়োজক বিসিসিআই এবং কলকাতা সহ গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের।
অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, একা বা দু'টি থান্ডারস্ট্রোমের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে, যার ফলে বিশাল বৃষ্টি হতে পারে শহর এবং শহরতলিতে। আবহাওয়ার ভবিষ্যৎবাণীর জন্য অন্যতম বিশ্বস্ত ওই ওয়েবসাইটের থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দুপুরের দিকে থান্ডারস্ট্রোম হতে পারে। দিন কেটে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে এখটু একটু করে আকাশ পরিষ্কার হতে পারে কিন্তু ফের রাত ৮টা নাগাদ ঠান্ডরস্ট্রোম আসতে পারে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যৎ সহ বৃষ্টি পাত শুরু হয়েছে, এছাড়াও বৃষ্টি হচ্ছে হাওড়া, দুই ২৪ পরগনা সহ একাধিক জেলায়।
নির্ধারিত সময়ে যদি ম্যাচ আয়োজন করা সম্ভব না হয় তা হলে সুপার ওভারের মাধ্যে ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে পারে। যদি সুপার ওভার হওয়ার মতোও পরিস্থিতি না থাকে তা হলে লিগ পর্যায়ের অবস্থান গুরুত্ব পাবে এবং সেই মতোই বিজয়ী দল বেছে নেওয়া হবে। আইপিএল-এর গাইডলাইন উল্লেৎ করে পিটিআই-এর রিপোর্টে বলা হয়েছে, "প্লে-অফ ম্যাচে ওভার সংখ্যা কমান যেতে পারে অন্তন দুই দলকে পাঁচ ওভার করে ব্যাটিং করার সুযোগ দেওয়ার জন্য। এলিমিনেটর এবং দু'টি প্লে অফে নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় মিলিয়েও যদি ম্যাচ আয়োজন করা সম্ভব না হয় তা হলে তা হলে পরিস্থিতি যদি সঙ্গ দেয় তা হলে সুপার ওভার করে বিজয়ী নির্বাচন করতে হবে। কিন্তু যদি সুপার ওভারও যদি সম্ভব না হয় তা হলে লিগ টেবলের অবস্থানের ভিত্তিতে আগে থাকা দলকে সংশ্লিষ্ট কোয়ালিফায়ার বা এলিমিনেটরের বিজয়ী ঘোষণা করা হবে।"
কলকাতায় আয়োজিত হবে কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর। গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যা অতীতে পরিচিত ছিল মোতেরা স্টেডিয়াম নামে সেখানে আয়োজিত হবে এই আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল।