IPL 2022: গুজরাত বনাম রাজস্থান হেড টু হেড রেকর্ড, ইডেন গার্ডেন্সের রেকর্ড সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য

প্রথম প্লে-অফে মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটানস এবং রাজস্থান রয়্যালস। দুই দলেরই লক্ষ্য এই ম্যাচ থেকে জয় তুলে নিয়ে প্রথম ফাইনালিস্ট হিসেবে আহমেদাবাদের মেগা ফাইনালের টিকিট অর্জন করা। প্লে-অফে বেশ সহজেই পৌঁছে গিয়েছে হার্দিকের নেতৃত্বাধীন গুজরাত ফ্রাঞ্চাইজি। অপর দিকে, চড়াই উতরাই পেরিয়ে অল্পের ব্যবধানে লখনউ সুপার জায়ান্টসকে তৃতীয় স্থানে পাঠিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে রাজস্থা রয়্যালস।

টিম গেম-ইগুজরাতেরপ্রধান শক্তি:

প্রথম দল হিসেবে ১৮ পয়েন্ট অর্জন করে প্লে-অফ নিশ্চিত করে গুজরাত টাইটানস। ব্যাটিং লাইনআপে বড় নামের অনুপস্থিতি স্বত্ত্বেও বড় রানের টার্গেট সাফল্যের সঙ্গে তাড়া করেছে গুজরাত। ঋদ্ধিমান সাহার ফর্মে থাকা গুজরাতের ওপেনিং সমস্যা মিটিয়ে দিয়েছে।

বিভিন্ন ঘাত-প্রতিঘাত পেরিয়ে এগিয়ে আসে রাজস্থান রয়্যালস:

১৪ বছর পর খেতাব জেতার হাতছানি রয়েছে রাজস্থান রয়্যালসের সামনে। টুর্নামেন্টের শেষের দিকে বিভিন্ন সময়ে হারের ভ্রুকুটি এড়িয়ে এই জায়গায় উঠে এসেছে সঞ্জু স্যামসনের দল। কোয়ালিফায়ার ১-এ জায়গা করে নেওয়ার লক্ষ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে রাজস্থান।

গুজরাত-রাজস্থান মুখোমুখি সাক্ষাৎ:

মাত্র এক বারই এই দুই দল মুখোমুখি হয়েছে। গ্রুপের ম্যাচে ৩৭ রানে রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছিল গুজরাত। সম্মুখ সমরে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা।

ইডেন গার্ডেন্সে ব্যাটিং-এর নিরিখে পরিসংখ্যান:

ইজেন গার্ডেন্সে রান তাড়া করে বেশি সাফল্য পেয়েছে আইপিএল-এর ফ্রাঞ্চাইজিগুলি। মোট ৭৮ ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল জিতেছে ৩০ বার এবং দ্বিতীয় ব্যাটিং করা দল জিতেছে ৪৭ বার।

ইডেন গার্ডেন্সে সর্বোচ্চ রান:

আইপিএল-এ ক্রিকেটের নন্দনকাননে সর্বোচ্চ রান ২৩২/২। ২০১৯ আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই পাহাড় প্রমাণ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স।

ইডেন গার্ডেন্সে সব থেকে কম রান:

২০১৭ আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৯/১০ রানে শেষ হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস। এটাই এই মাঠে সব থেকে কম রানে গুটিয়ে যাওয়া কোনও দলের ইনিংস।

More IPL 2022 News  

Read more about:
English summary
Gujarat Titans vs Rajasthan royals head to head stats and Eden Gardens venue record that you need to know in IPL 2022.
Story first published: Tuesday, May 24, 2022, 10:42 [IST]