IPL 2022: বিরাট রানে ফেরায় খুশি সৌরভ রোহিতকে নিয়েও আশাবাদী! ধোনি-পন্থের তুলনা প্রসঙ্গে কী বললেন?

আইপিএলে কাল ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আজ বিরাট কোহলিরা অনুশীলন করেছেন সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালস ক্যাম্পাসের মাঠে। বিরাট কোহলি যেভাবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আরসিবির লিগের শেষ ম্যাচে অনবদ্য ব্যাটিং করেছেন তার প্রশংসা করলেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিরাট-রোহিতকে নিয়ে

বিরাট কোহলি এবং রোহিত শর্মা এবারের আইপিএলে প্রত্যাশা পূরণ করতে পারেননি। বিরাট কোহলিরা যদি ফাইনালে ওঠেন তবে কিং কোহলি আরও দুটি ম্যাচ পাবেন। ইডেনে ২০১৯ সালের পর তাঁর ব্যাটে শতরান নেই। বিরাট ও রোহিতের ফর্ম নিয়ে অবশ্য উদ্বিগ্ন নন সৌরভ। তিনি আজ এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "ওরা দুজনেই ভালো প্লেয়ার। রান করবেই। একেক সময় এমন হয়। অনেক ক্রিকেট খেলতে গেলে অফ ফর্ম আসে। বিরাট আগের ম্যাচেই ভালো খেলেছে। ওই ম্যাচে জিততে এমন ইনিংসের দরকার ছিল আরসিবির। দুজনেরই রানে ফেরা স্রেফ সময়ের ব্যাপার।" গুজরাতের বিরুদ্ধে অধিনায়ক ফাফ দু প্লেসিকে নিয়ে ওপেনিং জুটিতে শতরানের পার্টনারশিপ গড়ার পর বিরাট ৫৪ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরাও হন। ইডেনে তাঁর সেই ছন্দের দিকেই তাকিয়ে ভক্তরা।

পন্থের পাশে

ঋষভ পন্থ ডিআরএস না নেওয়ায় জীবন পেয়ে টিম ডেভিড ছিটকে দেন দিল্লি ক্যাপিটালসকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জেতা ম্যাচ মাঠে ফেলে আসতে হয়েছে, এজন্য আঙুল উঠছে ঋষভের দিকে। তবে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য ভারতীয় দলের এক নম্বর কিপারের পাশেই রয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, পন্থের তুলনা কখনোই ধোনির সঙ্গে হতে পারে না। ধোনির অনেক অভিজ্ঞতা। আইপিএল, টেস্ট, ওয়ান ডে, টি ২০ মিলিয়ে ৫০০-র বেশি ম্যাচে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা রয়েছে। ফলে ঋষভের সময় লাগবে। ভুল হবেই। রোজ মাঠে নেমে ক্যাপ্টেন্সি করতে গেলে এক-আধ দিন ভুল হতেই পারে। সবাই মানুষ। কেউ পারফেক্ট নয়। তবে পন্থের ভুলে রোহিতের ক্যাপ্টেন্সি করতে কোনও অসুবিধা হবে না বলেই মন্তব্য মহারাজের। তিনি বলেন, রোহিত ৫ বার আইপিএল জিতেছেন। এশিয়া কাপ জিতেছেন। দেশের হয়েও তাঁর অধিনায়কত্বের রেকর্ড খুব ভালো।

আইপিএলে দাদার পছন্দ

আইপিএলে পেসারদের পারফরম্যান্সে খুব খুশি বোর্ড সভাপতি। তিনি বলেন, উমরান মালিক, মহসীন খান, অর্শদীপ সিং, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণরা ভালো বোলিং করেছেন। জসপ্রীত বুমরাহও, তাঁর অভিজ্ঞতাও রয়েছে। আইপিএল প্রতিভা মেলে ধরার এক মঞ্চ। আমাদের দেশে প্রচুর প্রতিভা, তাই আইপিএলে প্রতি বছরই এভাবে অনেকেই নজর কাড়েন। ব্যাটারদের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মা, সানরাইজার্স হায়দরাবাদের রাহুল ত্রিপাঠী, গুজরাত টাইটান্সের রাহুল তেওয়াটিয়ার ব্যাটিংয়েরও প্রশংসা করেন সৌরভ। উমরানকে নিয়ে সৌরভ বলেন, "উমরানের ভবিষ্যৎ ওর হাতেই। ফিটনেস ধরে রাখতে পারলে এমন গতিতে বল করলে অনেক দূর যেতে পারবে।"

মোতেরার সমাপ্তি অনুষ্ঠান নিয়ে

সৌরভ এদিন বলেন, ২৯ মে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে রণবীর সিং, এ আর রহমানরা পারফর্ম করবেন। আরও কিছু থাকবে, তবে তা সারপ্রাইজই থাক! এদিন কলকাতায় একটি ধূপকাঠির সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ধূপ ও ধুনোর নতুন ব্র্যান্ডের উন্মোচন করেন সৌরভ।

More IPL 2022 News  

Read more about:
English summary
IPL 2022: Sourav Ganguly Says Virat Kohli And Rohit Sharma Will Get Runs Soon. BCCI President Also Backs Rishabh Pant But Says Don't Compare Him With MS Dhoni.
Story first published: Tuesday, May 24, 2022, 20:59 [IST]