বিজেপি ছেড়ে শেষ পর্যন্ত তৃণমূলে ফিরলেন অর্জুন সিং। একে গুরুত্ব দিতে নারাজ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সোমবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন, দলে অনেক ভিড় হয়ে গিয়েছিল, এখন হাল্কা হচ্ছে। যাদের ফ্রন্টে রাখা হয়েছিল তাঁরাই দল ছাড়ছেন। অথচ তাঁদের জন্য অনেক একনিষ্ঠ বিজেপি কর্মীকে পিছনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
বিস্তারিত আসছে...