রাশিয়া-চিনকে টেক্কা দিতেই আসরে আমেরিকা?
আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যাঁরা একটু আধটু হলেও খোঁজ খবর রাখেন। তারা জানেন, এই মুহূর্তে রাশিয়ার অন্যতম বল ভরসা চিন৷ ইউক্রেন যুদ্ধে যখন প্রায় গোটাবিশ্ব রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, পরোক্ষভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল কমিউনিস্ট চিন৷ এই যুগলবন্দীকে মাত করতেই এবার আসরে নামলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷
UNSC-এ জাপানের হয়ে বাইডেনের দরবার!
আন্তর্জাতিকক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিল। সেই কাউন্সিলে যাতে জাপান স্থায়ী সদস্যপদ পায়, তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাইডেন৷ রাশিয়া এবং চিন দুই দেশই এই সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য৷ ঠিক এই কারনেই জাপানের স্থায়ী সদস্যপদের জন্য দরবার করছেন বাইডেন৷ চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া ইউক্রেন আক্রমণের বিরোধিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রসংঘের মঞ্চে যাতে তাদের গলার জোর আরও বাড়ে, তার জন্যই জাপানকে এই পদ পাইয়ে দিতে চাইছে হোয়াইট হাউজ৷
জাপানকে নিয়ে বড় পরিকল্পনা রয়েছে আমেরিকার!
জাপানকে সঙ্গে নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। টোকিওতে মার্কিন যুক্তরাষ্ট্র-জাপান যৌথ বিবৃতিতে চিনকে খোঁচা দিয়ে বক্তব্য রাখতেও শোনা যায় তাঁকে। তাঁর কথায়, 'একটি শক্তিশালী এবং কার্যকর স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা ভবিষ্যত পরিকল্পনার অঙ্গ। আমরা গোটাবিশ্বকে এমনভাবে তৈরি করতে চাই যাতে আরও একটি মহামারির মোকাবিলা করা যায়। জাপানে আমাদের সিডিসি দফতরেই সেই কাজ শুরু করতে চাই আমরা।'