জাপানে পা রাখতে উঠল হর হর মোদী স্লোগান। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগাত জানাতে টোকিও বিমানবন্দরে তুমুল উল্লাস। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন প্রবাসীরা। আর একবার ধরা দিল বিদেশের মাটিতে মোদীর জনপ্রিয়তা। সোমবার সকালেই টোকিওয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সেখানো কোয়াড বৈঠকে যোগ দেবেন তিনি।
বিস্তারিত আসছে...