অস্বস্তি বাড়ল তৃণমূলের, ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তলব অনুব্রত মণ্ডলকে

ফের অস্বস্তি তৃণমূলে! ফের একবার অনুব্রত মন্ডলকে তলব করল সিবিআই। ইতিমধ্যে গরু পাচার-কাণ্ডে বীরভূমের প্রভাবশালী এই নেতাকে জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এরপরেই দীর্ঘ কয়েকমাস পর বীরভূমে ফিরেছেন অনুব্রত। আর সেখানে ফিরতেই ফের একবার সিবিআই নোটিশ তাঁকে।

যদিও এখনও বিষয়ে কোনও মন্তব্য করেননি অনুব্রত। তবে জানা যাচ্ছে, আপাতত বিশ্রামে রয়েছেন বলেই খবর। ফলে সিবিআইয়ের ডাকে তিনি হাজিরা দেবেন কিনা সেদিকেই নজর সবার।

মঙ্গলবারেই তলব অনুব্রত

গরু পাচার মামলায় ইতিমধ্যে অনুব্রত মন্ডলকে জেরা করা হয়েছে। সেই মামলায় ফের একবার তাঁকে ডাকা হতে পারে বলে জোর জল্পনা। আর সেই জল্পনার মধ্যেই ফের একবার সিবিআই নোটিশ বীরভূমের বেতাজ বাদশার কাছে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় তাঁকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। ২৪ ঘন্টার নোটিশ অর্থাৎ মঙ্গলবার দুপুর এক টায় সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তবে এহেন তলব ঘিরে চরম অস্বস্তিতে তৃণমূল শিবির।

এক নজরে ঘটনা

জানা যায় গত ২ মে অর্থাৎ ভোটের ফলাফল প্রকাশের পরেই ইলামবাজারে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। মৃত ওই বিজেপি কর্মী গৌরব সরকার। সেই ঘটনায় ইতিমধ্যে তদন্ত করছে সিবিআই। বেশ কিছু তথ্য ইতিমধ্যে হাতে পেয়েছেন তদন্তকারীরা। এমনকি এই মামলায় বেশ কয়েকজনকে জেরা করা হলে অনুব্রত মন্ডলের নাম পান সিবিআই আধিকারিকরা। আর এরপরেই দুবার তাঁকে জেরা করতে চেয়ে তলব করা হয়। কিন্তু তা এড়িয়ে গিয়েছেন। এবার দেবেন কিনা সেদিকেই নজর।

গরু পাচারে জেরা

গরু পাচার মামলায় ইতিমধ্যে অনুব্রত মন্ডলকে জেরা করেছে। প্রায় কয়েকঘন্টা ধরে জেরা করা হয় তাঁকে। যদিও অনুব্রত মন্ডলের সিবিআই হাজিরা ঘিরে একাধিক বিতর্ক সামনে আসে। বারবারই অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মন্ডল। এমনকি বেশ কয়েকদিন হাসপাতালেও কাটান তিনি। এই ভোট পরবর্তী হিংসা মামলায় ইতিমধ্যে ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও সেই এফআইআরে নাম নেই অনুব্রতের। তবে সিবিআইয়ের ডাকে তিনি হাজিরা দেবেন কিনা সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি।

বিশ্রামে রয়েছেন প্রভাবশালী নেতা

গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন অনুব্রত মন্ডল। দীর্ঘদিন ধরে এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন তিনি। শরীরে ইতিমধ্যে একাধিক রোগ বাসা বেঁধেছে। আর এর মধ্যেই দীর্ঘ ৪৫ দিন পর বীরভূমে নিজের বাড়িতে পৌঁছেছেন অনুব্রত মন্ডল। আর বাড়ি ফেরার পর থেকেই বিশ্রামেই রয়েছেন তিনি। কারোর সামনে আসছেন না। আর এর মধ্যেই ফের একবার সিবিআই নোটিশ পৌঁছে গেল অনুব্রত মন্ডলের কাছে।

More ANUBRATA MONDAL News  

Read more about:
English summary
cbi send notice tmc leader anubrata mondal on post poll violence in west bengal