সাত সকালেই ঘন অন্ধকার, সঙ্গে প্রবল হাওয়া! বিধ্বংসী 'কালবৈশাখী'র তাণ্ডব দিল্লিতে

সাত সকালে ঘনিয়ে এল অন্ধকার! আধার নামল দিল্লিজুড়ে। কালো মেঘে ঢাকল আকাশ। আর এরপরেই প্রবল ঝড়-বৃষ্টি আছড়ে পড়ল। একেবারে ৯০ কিলোমিটার বেগে বইল বিধ্বংসী ঝড়। সপ্তাহের শুরু অর্থাৎ সোমবার ঠিক এমন পরিস্থিতিতেই ঘুম ভাঙল দিল্লির মানুষের।

ঘুম থেকে উঠেই কার্যত এহেন ছবি দেখে চমকে ওঠেন দিল্লির মানুষ। তীব্র দাবদাহে পুড়তে থাকা দিল্লিতে হঠাত এমন আবহাওয়ার পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি'র পরিস্থিতি।

পুরো লন্ডভন্ড অবস্থা দিল্লি জুড়ে

শুধু দিল্লি নয়, আশেপাশের অঞ্চলেও ব্যাপক ঝড়-বৃষ্টির প্রভাব দেখা যায়। প্রবল গতিতে হাওয়া বইতে শুরু করে। স্থানীয় আবহাওয়া দফতর জানাচ্ছে, প্রায় ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখী গোটা দিল্লি জুড়ে তাণ্ডব চালিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে ঠিক একই ভাবে ব্যাপক ঝড় দেখেছে বাংলার মানুষ। প্রায় ঘন্টায় ৯০ কিমি বেগে আছড়ে পড়ে কালবৈশাখী। লন্ডভন্ড হয়ে যায় কলকাতা। আর সেই ছবিই দেখা গেল দিল্লিতে। পুরো লন্ডভন্ড অবস্থা দিল্লি জুড়ে।

ব্ল্যাকআউট হয়ে যায়

প্রবল ঝড়ের কারণে দিল্লির একাধিক জায়গাতে গাছ উপড়ে পড়েছে। যার জেরে একাধিক রাস্তা সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। যদিও ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুরু হয়েছে রাস্তা থেকে গাছ সরানোর কাজ। অন্যদিকে প্রবল ঝড় বৃষ্টির পরেই ব্ল্যাক আউট হয়ে যায় গোটা দিল্লিজুড়ে। অন্ধকারে ডুবে যায় রাজধানী। এই অবস্থা একেবারে আতঙ্কিত করে তোলে মানুষজনকে।

ব্যাহত হয় বিমান চলাচল

প্রবল ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের কারণে ব্যাহত হয় বিমান চলাচলও। একের পর এক বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়। এমনকি ভোররাত থেকে শুরু হওয়া প্রবল ঝড়ের কারণে উড়তেই পারেনি একাধিক বিমান। শেষে রাজধানীর বিমানযাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করে বিমান পরিবহণ সংস্থাগুলিও। তারা জানায়, বিমানবন্দরে রওনা হওয়ার আগে যাত্রীরা যেন তাঁদের বিমানের রওনা হওয়ার সময় দেখে নেন। কারন একাধিক বিমানের সময়ে বদল হয়।

ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সোমবার একেবারে ভোররাত থেকে কালবৈশাখীর তান্ডব শুরু হয়। গত কয়েকদিন ধরেই পরিস্থিতি ক্রমশ গরম বাড়ছিল। সঙ্গে প্রবল অস্বস্তি। এই অবস্থায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। যদিও এই অবস্থা আগামী ৪৮ ঘন্টা বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, দিল্লি এবং সংলগ্ন এলাকায় ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে।

More KALBAISHAKHI News  

Read more about:
English summary
Delhi faces Kalboishakhi like storm today after facing high temperature