আট বছরে দেশের গণতন্ত্রকে শক্তিশালী ও স্থিতিশীল করেছি আমরা, জাপানে বললেন মোদী

৪০ ঘন্টার জাপান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী৷ কোয়াডের সম্মেলনে যোগ দিতে জাপান উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। এরমাঝেই জাপানের শিল্প ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে টোকিওতল পরপর বৈঠক করছেন প্রধানমন্ত্রী। সোমবার প্রবাসী ভারতীয়দের সঙ্গে এরকমই একটি বৈঠকে ভারতীয় গণতন্ত্র সম্পর্কে আশার কথা শোনালেন মোদী!

কী বললেন প্রধানমন্ত্রী?

বিজেপি সরকার গত আট বছরে ভারতীয় গণতন্ত্রকে শক্তিশালী এবং স্থিতিশীল করে তুলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানে ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে তার ভাষণে এরকমই বাীতা দিয়েছেন৷ কোয়াড সামিটে যোগ দিতে টোকিওতে রয়েছেন প্রধানমন্ত্রী সেখানেই প্রবাসী ভারতীয়দের উৎসাহ বাড়িয়ে মোদী বলেছেন, 'গত আট বছরে আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী ও স্থিতিস্থাপক করে তুলেছি। এটি দেশের অগ্রগতির অন্যতম শক্তিশালী স্তম্ভ হিসাবে কাজ করছে। আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছি যা শুধুমাত্র প্রতিশ্রুতি নয় বরং প্রতিটি নাগরিকের আশা-আকাঙ্খা পূরণের জন্য একটি সুপরিকল্পিত শাসনের ব্যবস্থা করবে৷'

ভারতে জনগণের সরকার রয়েছে, দাবি মোদীর!

সোমবার টোকিতে মোদী আরও বলেন, 'এখন আমাদের ভারতে সত্যিকার অর্থে জনগণের নেতৃত্বাধীন একটি সরকার রয়েছে। এটি ভারতে গণতন্ত্রকে শক্তিশালী করার একটি মূল কারণ হয়ে উঠেছে।' প্রসঙ্গত, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী মোদী কোয়াড নেতাদের একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু'দিনের সফরে জাপানে পৌঁছেছেন। সোমবারই তাঁর বিমান টোকিওতে অবতরণ করেন। এই সফরে কোয়াড সামিটে অংশগ্রহণ ছাড়াও কোয়াডের অন্য নেতাদের সঙ্গে সাক্ষাত, জাপানি ব্যবসায়ী নেতা এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতার মতো বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

টুইটারে জাপানের প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানালেন মোদী!

টোকিও পৌঁছানোর পর সেখানে একটি হোটেলের বাইরে শিশুদের সঙ্গে কথা বলার ছবি টুইটারে শেয়ার করেছেন মোদী৷ ছবিতে দেখা যাচ্ছে একটি মেয়ের আঁকা ছবিতে অটোগ্রাফ দিচ্ছেন প্রধানমন্ত্রী৷ ছবিতে আরও দেখা গিয়েছে হোটেলে অনেকেই ভারতীয় জাতীয় পতাকা নিয়ে মোদীর অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, 'জাপানের ভারতীয় সম্প্রদায় বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী অবদান রেখেছে। তারা ভারতে তাদের শিকড়ের সঙ্গেও যুক্ত রয়েছে। আমি জাপানের প্রবাসী ভারতীয় উষ্ণ অভ্যর্থনার জন্য তাদের ধন্যবাদ জানাই।'

ফেল কেন্দ্রীয় প্রকল্প, ঘুঁটেতে রান্না , প্রকাশ্যে মলত্যাগ কমছে না ভারতে ফেল কেন্দ্রীয় প্রকল্প, ঘুঁটেতে রান্না , প্রকাশ্যে মলত্যাগ কমছে না ভারতে

More NARENDRA MODI News  

Read more about:
English summary
In eight years, we have strengthened and stabilized the country's democracy, said Modi in Japan
Story first published: Monday, May 23, 2022, 18:53 [IST]