গুজরাত দ্বৈরথে এগিয়ে
আইপিএলে গুজরাত টাইটান্স এবারই প্রথমবার খেলার সুযোগ পেয়েছে। মেগা নিলামের পর হার্দিক পাণ্ডিয়ার দলকে নিয়ে অনেকেই খুব একটা আশাবাদী ছিলেন না। যদি তথাকথিত তারকাখচিত দল না থাকলেও দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছে গুজরাত টাইটান্স। যদিও রান তাড়ার ক্ষেত্রে তারা যতটা না পারদর্শিতা দেখিয়েছে তার চেয়ে প্রথমে ব্যাট করায় অস্বস্তি প্রকট হয়েছে। প্লে অফে সেই খামতি পুষিয়ে নিতেই হবে হার্দিকদের। গুজরাত টাইটান্স যে ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল সেই ম্যাচে ঝোড়ো ৮৭ রান করার পাশাপাশি ১টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন অধিনায়ক নিজেই। তিনটি করে উইকেট নিয়েছিলেন যশ দয়াল ও লকি ফার্গুসন।
সমীহযোগ্য ভারসাম্য
আইপিএলে গুজরাত টাইটান্স এবারই প্রথমবার খেলার সুযোগ পেয়েছে। মেগা নিলামের পর হার্দিক পাণ্ডিয়ার দলকে নিয়ে অনেকেই খুব একটা আশাবাদী ছিলেন না। যদি তথাকথিত তারকাখচিত দল না থাকলেও দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছে গুজরাত টাইটান্স। যদিও রান তাড়ার ক্ষেত্রে তারা যতটা না পারদর্শিতা দেখিয়েছে তার চেয়ে প্রথমে ব্যাট করায় অস্বস্তি প্রকট হয়েছে। প্লে অফে সেই খামতি পুষিয়ে নিতেই হবে হার্দিকদের। গুজরাত টাইটান্স যে ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল সেই ম্যাচে ঝোড়ো ৮৭ রান করার পাশাপাশি ১টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন অধিনায়ক নিজেই। তিনটি করে উইকেট নিয়েছিলেন যশ দয়াল ও লকি ফার্গুসন।
রাজস্থান মরিয়া
২০০৮ সালে শেষবার রাজস্থান রয়্যালস খেতাব জিতেছিল। শেন ওয়ার্নের অধিনায়কত্বে। চলতি বছরেই ওয়ার্ন প্রয়াত হয়েছেন। রাজস্থান রয়্যালস তাই ফের আইপিএল জিতে ওয়ার্নকে শ্রদ্ধা নিবেদন করতে চাইছে। ২০১১ সালে আইপিএলে প্লে অফ চালুর পর থেকে এই প্রথম রাজস্থান লিগ পর্বে প্রথম দুটি স্থান দখল করেছে। যার মধ্যে অন্যতম কারণ জস বাটলারের ফর্ম। গুজরাত টাইটান্সের মতোই রাজস্থান রয়্যালস ৬ ব্যাটার, ৫ বোলার নিয়ে নামছে। টুর্নামেন্ট যত এগিয়েছে ততই ছন্দ পেয়েছে রাজস্থানের ব্যাটিং ও বোলিং বিভাগ। বাটলার যেমন এবারের আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন, তেমনই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। রবিচন্দ্রন অশ্বিনের অলরাউন্ড পারফরম্যান্সও ইতিবাচক দিক।
একনজরে পরিসংখ্যান
চলতি আইপিএলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই দুই দল। টস হেরেও সবচেয়ে বেশি ম্যাচ জেতার নিরিখে এগিয়ে রাজস্থান (৮)। আবার রান তাড়া করতে নেমে সাতটির মধ্যে ৬টিতেই জিতেছে গুজরাত টাইটান্স। ১৬ থেকে ২০ ওভারে টাইটান্সের রানের গতি সবচেয়ে বেশি (১১.৬), রাজস্থানের সবচেয়ে কম (৮.৩)। ঋদ্ধিমান সাহা প্রথম পাঁচ ম্যাচ খেলেননি। কিন্তু তারপর থেকে গুজরাতের হয়ে ঋদ্ধির করা ৩১২ রানের চেয়ে যাঁরা বেশি রান করেছেন তাঁরা হলেন জস বাটলার (৩৫৭) ও সিএসকের ঋতুরাজ গায়কোয়াড় (৩৩৩)। রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন, জস বাটলার ও শিমরন হেটমায়ার ২০টির বেশি ছক্কা হাঁকিয়েছেন, কোনও দলের এত ব্যাটারের সেই নজির নেই। রাজস্থান সবচেয়ে বেশি ১১৬টি ও টাইটান্স সবচেয়ে কম ৬৯টি ছয় মেরেছে এবারের আইপিএলে।
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
সিএবির তরফে আমন্ত্রণবার্তা পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি প্লে অফ আয়োজনের জন্য সিএবিকে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। কলকাতায় ফের আইপিএলের ম্যাচ হচ্ছে বলে খুশি মুখ্যমন্ত্রী। তিনি ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও আধিকারিকদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী ইডেনে আসবেন কিনা তা স্পষ্ট নয়।
|
কেমন হবে একাদশ?
এবার একনজরে দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশে কারা থাকতে পারেন। কলকাতায় আসার পর আজই প্রথম দুই দল নেট প্র্যাকটিস করেছে।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ম্যাথু ওয়েড, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, মহম্মদ শামি, লকি ফার্গুসন, যশ দয়াল
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন।
ছবি- সিএবি মিডিয়া