ইংলিশ প্রিমিয়ার লিগের রুদ্ধশ্বাস পরিসমাপ্তি। দুই গোলে পিছিয়ে পড়েও অ্যাস্টন ভিলাকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি। সেই সঙ্গে পেপ গুয়ার্দিওলার দল টানা দ্বিতীয়বার ইপিএল খেতাব জয় সম্পন্ন করল। ম্যান সিটি যখন পিছিয়ে ছিল তখন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাবের বিরুদ্ধে এগিয়ে থেকে খেতাবের গন্ধ পাচ্ছিল লিভারপুল। কিন্তু ম্যান সিটি জিততেই দ্বিতীয় স্থান দখল করে সন্তুষ্ট থাকতে হলো তাদের।
ম্যান সিটি বনাম অ্যাস্টন ভিলা ম্যাচে প্রথমার্ধে ১ গোলে এগিয়ে ছিল ভিলাই। ৩৭ মিনিটে ম্যাটি ক্যাশের করা গোলে। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৯ মিনিটে ফিলিপ কুটিনহো অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। এই ম্যাচ হেরে গেলে ম্যান সিটির খেতাব হাতছাড়া হয়ে যেত। যদিও তা হয়নি পাঁচ মিনিটের মধ্যে হওয়া তিনটি গোলের সুবাদে। ইলকেয় গুন্দোগান ৭৬ মিনিটে ব্যবধান কমান। রদ্রির গোলে ম্যাচে সমতা ফেরে ৭৮ মিনিটের মাথায়। গুন্দোগান ৮১ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন।
Property of @ManCity 🏆 pic.twitter.com/uT579DcWJE
— Premier League (@premierleague) May 22, 2022
এদিনই অপর ম্যাচে লিভারপুলও পিছিয়ে পড়ে ৩-১ গোলে হারায় উলভসকে। সাদিও মানে ২৪, মোহাম্মদ সালাহ ৮৪ ও অ্যান্ড্রু রবার্টসন ৮৯ মিনিটের মাথায় লিভারপুলের গোল তিনটি করেন। উলভস ম্যাচের ৩ মিনিটের মাথায় পেদ্রো নেতোর গোলে এগিয়ে গিয়েছিল। এই ম্যাচের ফল বিরতিতে ছিল ১-১। ম্যান সিটি চ্যাম্পিয়ন হলো ৩৮ ম্যাচে ৯৩ পয়েন্ট ছিনিয়ে নিয়ে। লিভারপুলের চেয়ে তাদের পয়েন্টের ব্যবধান দাঁড়ায় মাত্র ১।
⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️
— Premier League (@premierleague) May 22, 2022
Introducing your 2021/22 #PL Castrol Golden Boot winners...
👏 @MoSalah 🤝 @Sonny7 👏 pic.twitter.com/lXhsQoUeHF
চেলসি ৭৪ পয়েন্ট নিয়ে রইল তৃতীয় স্থানে, টটেনহ্যান হটস্পার ৭১ পয়েন্ট নিয়ে চারে, আর্সেনাল ৬৯ পয়েন্ট নিয়ে পাঁচে এবং ম্যানচেস্টার ইউনাইটেড ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে ইপিএল অভিযান শেষ করল। ম্যান সিটি এই নিয়ে ইপিএল খেতাব জিতল ষষ্ঠবার (২০১১-১২, ২০১৩-১৪, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০২০-২১, ২০২১-২২)। ম্যানচেস্টার ইউনাইটেড ১৩ বার, চেলসি ৫ বার, আর্সেনাল তিনবার ইপিএল খেতাব জিতেছে। ব্ল্যাকবার্ন রোভার্স একবার খেতাব জিতলেও তারা এখন ইপিএলের বাইরে। লেস্টার সিটি ও লিভারপুল জিতেছে একবার করে। এবার মাত্র এক পয়েন্টের জন্য লিভারপুলের কাছে খেতাব অধরা রইল।
The 2021/22 #PL season: ✅ pic.twitter.com/YqFp4dbxET
— Premier League (@premierleague) May 22, 2022