সংঘাত নয়, জোটবদ্ধ তৃণমূলের বার্তা দিয়েই অর্জুন সিংকে 'ঘরে তুললেন' অভিষেক

জল্পনার অবসান! অবশেষে তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং। গত কয়েকদিন ধরেই দলের বিরুদ্ধে লাগাতার মুখ খুলতে থাকেন। এমনকি খোদ দলের কেন্দ্রীয় মন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাৎপর্যপূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায়। আর এরপর থেকেই অর্জুনের দলবদল নিয়ে একাধিক জল্পনা তৈরি হতে শুরু করে।

যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি অর্জুন সিং। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েই তৃণমূলে যোগ দিলেন তিনি।

তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং। যদিও দলবদলের আগে দীর্ঘক্ষণ অভিষেকের সঙ্গে বৈঠক করেন তিনি। যদিও এই বৈঠকের আগে উত্তর ২৪ পরগণার একাধিক নেতার সঙ্গে কথা বলেন ডায়মন্ডহারবারের সাংসদ। সেই বৈঠকে ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ চক্রবর্তী সহ একাধিক শীর্ষ নেতা। মূলত অর্জুন সিংয়ের দলবদল নিয়ে জেলা নেতাদের কি বক্তব্য সে বিষয়টিই জানতে চান সেকেন্ড ইন কমান্ড।

জানা যাচ্ছে, এই বৈঠকের পরে আরও একটি বৈঠক হয়। অনেকেই বলছেন সেটি নাকি সমন্বয় বৈঠক! সেই বৈঠকে অর্জুন সিং ছাড়াও ছিলেন উত্তর ২৪ পরগণার সমস্ত নেতারাই। দফায় দফায় ওই সমস্ত বৈঠকের পরেই অর্জুন সিংয়ের হাতে তৃণমূলের পতাকা পাকাপাকিভাবে তুলে দেওয়া হয়।

তবে অর্জুন সিংয়ের সঙ্গে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের একটা সংঘাত রয়েছে। লোকসভা নির্বাচনে অর্জুন সিংয়ের জয়ের পরেই ভাটপাড়া সহ একাধিক এলাকাতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এমনকি নইহাটিতে একাধিক তৃণমূল কর্মী আক্রান্ত হয়। এমনকি পার্থ ভৌমিকের সঙ্গে একাধিকবার সংঘাতেও জড়িয়েছেন বারাকপুর বিজেপি সাংসদ। আর সেই সংঘাত মেটানোর চেষ্টা করা হয় তৃণমূলের তরফে। আর তা মেটানোর পরেই অর্জুনকে অভিষেকের অফিসে ডাকা হয় বলে খবর।

অন্যদিকে বলে রাখা প্রয়োজন, অর্জুন সিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছানোর পরেই কড়া নিরাপত্তায় মুখে ফেলা হয় গোটা এলাকা। কাউকে সামনে আসতে দেওয়া হচ্ছে না।

পাশাপাশি দাদা ফের তৃণমূল! এই কথা অর্জুন গড়ে পৌঁছে যেতেই দলে দলে তাঁর অনুগামীরা ভিড় জমাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে। সবার মুখে একটাই কথা, দাদা আমাদের অভিভাবক। যেখানে যাবেন সেখানেই আমরা।

অন্যদিকে ইতিমধ্যে ভাটাপাড়া সহ একাধিক এলাকাতে রাতারাতি একাধিক বিজেপি পার্টি অফিস তৃণমূল হয়ে যাওয়ারও খবর আসছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গাতে পোস্টারও লাগানো হয়েছে। তৃণমূলে স্বাগত জানিয়ে এই পোস্টার দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের সঙ্গেই অর্জুনের ছবি দেখা যাচ্ছে।

More ARJUN SINGH News  

Read more about:
English summary
Abhishek Banerjee welcomed MP Arjun Singh at camac street office