IPL 2022: আইপিএল-এর লিগ পর্বের শেষ ম্যাচে একাধিক নজিরের হাতছানি এই তারকাদের সামনে়

আইপিএল-এর পঞ্চদশ সংস্করণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংসের। দুই দলের কাছেও মূল্যহীন এই ম্যাচ। স্রেফ নিয়মক্ষার তাগিদে রবিবার মাঠে নামতে হবে দুই দলকে। ইতিমধ্যেই প্লে-অফের চারটি দল নিশ্চিত হয়ে গিয়েছে, সেখানে এই দুই দলের কাছে মোটিভেশন বলতে কিছুই নেই। স্রেফ লিগ তালিকার একটু উপরের দিকে শেষ করাই লক্ষ্য থাকবে দুই দলের। সানরাইজার্স হায়দরাবাদ শেষ ম্যাচে পাবে না কেন উইলিয়ামসনকে।

আইপিএল-এ মাইলস্টোনের সামনে শিখর ধাওয়ান:

এই ম্যাচে ১টি চার মারতে পারলে আইপিএল কেরিয়ারে ৭০০টি চারের মালিক হবেন শিখর ধাওয়ান। প্রথম ক্রিকেটার হিসেবে মিলিয়ন ডলার লিগে প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন শিখর।

টি-২০ ক্রিকেটে ৪৫০০ রানের সামনে লিয়াম লিভিংস্টোন:

টি-২০ কেরিয়ারে সাড়ে চার হাজার রান পূর্ণ করার সামনে লিয়াম লিভিংস্টোন। মাত্র দুই রান তাঁর প্রয়োজন এই কৃতিত্ব অর্জন করতে। পাঁচটি চার মারল পাঞ্জাব কিংসের হয়ে ৫০টি চার মারার নজির গড়বেন তিনি।

প্রোটিয়া ক্রিকেটার হিসেবে বড় নজিরের সামনে কাগিসো রাবাডা:

এই ম্যাচে কাগিসো রাবাডা দুই উইকেট পেলে ১০০ টি আইপিএল উইকেটের মালিক হবেন। প্রথম প্রোটিয়া ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব তিনি অর্জন করবেন।

আইপিএল-এ ৫০ উইকেটের সামনে শ্রেয়স গোপাল:

এই ম্যাচে একটি উইকেট অর্জন করলে আইপিএল কেরিয়ারে ৫০টি উইকেট পূর্ণ করবেন শ্রেয়স গোপাল।

আইপিএল-এ ১০০০ রান পূর্ণ করতে পারেন পুরান:

নিকোলাস পুরানের সামনে সুযোগ রয়েছে আইপিএল কেরিয়ারে এক হাজার রান পূর্ণ করার, যদিও তার জন্য অনেকটাই বড় লক্ষ্য রয়েছে তাঁর সামনে, তাঁকে করতে হবে ৯৩ রান। পাশাপাশি ৬টি চার মারলে টি-২০ ক্রিকেটে ৩০০টি চারের মালিক হবেন তিনি।

অন্যান্য নজির:

এই ম্যাচে একটি ক্যাচ ধরলে আইপিএল-এ ৫০টি ক্যাচের মাইলস্টোন তৈরি করবেন ময়াঙ্ক আগরওয়াল। দুই উইকেট পেলে টি-২০ ক্রিকেটে ১০০টি উইকেটের মালিক হবেন রাহুল চাহার। তিনটি চার মারলে টি-২০ ক্রিকেটে ২৫০টি চার মারার নজির গড়বেন রাহুল ত্রিপাঠী। তিনটি ছয় মারলে টি-২০ ক্রিকেটে ১৫০টি ছয়ের মালিক হবেন ময়াঙ্ক আগরওয়াল। চারটি ছয় মারলে রাহুল ত্রিপাঠী টি-২০ ক্রিকেটে ১০০টি ছয়ের মালিক হবেন। আর ৫ রান করলে এক আইপিএল মরসুমে নিজের সর্বোচ্চ রানের রেকর্ড ছাপিয়ে যাবেন রাহুল ত্রিপাঠী। ২০২১ আইপিএল-এ তিনি ৩৯৭ রান করেন।

More PUNJAB KINGS News  

Read more about:
English summary
SRH and PBKS are all set to face each other in an important match in IPL 2022. In this match various individual feats can be achieved by many cricketers.