Weather Update: ঝড়-বৃষ্টির সঙ্গে তাপমাত্রাও নামবে জেলায়-জেলায়! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে .কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ। অন্য জেলাগুলিরও একই পরিস্থিতি। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন বিকেল কিংবা সন্ধের দিকে কলকাতাসহ বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। সাধারণভাবে দক্ষিণবঙ্গের আগে উত্তরবঙ্গে আগেই বর্ষা ঢোকে। তবে এখনও তার কোনও পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ মে সোমবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ মে মঙ্গলবার সকালের মধ্যে সাধারণভাবে সবকটি জেলাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকটি জেলাতেই ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ের বেগ কোনও কোনও জায়গায় তা ঘন্টায় ৫০ কিমি পর্যন্ত হতে পারে। এছাড়াও আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ মে মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৩ মে অর্থাৎ সোমবার সকালের মধ্যে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৪ মে মঙ্গলবার সকালের মধ্যে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে তারপরের দুদিনে তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫.৮
বহরমপুর ২৫.৪
বাঁকুড়া ২৩.৯
বর্ধমান ২৪.৪
কোচবিহার ২৩.১
দার্জিলিং ১৩
দিঘা ২৩.১
কলকাতা ২১.৮
মালদহ ২৪.১
শিলিগুড়ি ২৪.১
শ্রীনিকেতন ২৩.৮

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৬.৬)
বহরমপুর (৩৩.৬)
বাঁকুড়া (৩৬.৯)
বর্ধমান (৩২)
কোচবিহার (২৭.৮)
দার্জিলিং (১৮.২)
দিঘা
কলকাতা (৩৫.১)
দমদম (৩৬.৪)
কৃষ্ণনগর (৩৪.৮)
মালদহ (২৮.৬)
মেদিনীপুর (৩৭.৫)
শিলিগুড়ি (২৯.৪)
শ্রীনিকেতন (৩৪.৬)

কমবে তাপপ্রবাহ, আগামী তিনদিন উত্তর-পূর্ব-পশ্চিমে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া বিভাগেরকমবে তাপপ্রবাহ, আগামী তিনদিন উত্তর-পূর্ব-পশ্চিমে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া বিভাগের

More WEATHER News  

Read more about:
English summary
Latest weather updt and forecast of Kolkata and West Bengal for 22 May 2022 in Bengali
Story first published: Sunday, May 22, 2022, 15:37 [IST]