শোয়েবের বোলিং অ্যাকশন নিয়ে শেহওয়াগের মন্তব্য:
আখতারের বোলিং সম্পর্কে ভারতীয় ক্রিকেটের অন্যতম মহানক্ষত্র বীরু বলেন, "শোয়েব নিজেও জানতো ও কনুই বাঁকাতো, ও নিজেও জানতো যে ও চাকিং করে। ব্রেট লি'র হাত সাজো আসতো, ফলে ওর বল কোথায় আসবে তা অনুমান করাটা অনেকটা সহজ ছিল কিন্তু শোয়েবের ক্ষেত্রে আপনি কখনওই বলতে পারবেন না কোন দিক দিয়ে হাত ও বল আসবে।"
বীরুর মন্তব্যে শোয়েবের প্রতিক্রিয়া:
শেহওয়াগের এই মন্তব্যের সাপেক্ষে মুখ খুলেছেন শোয়েব। স্পোর্টসকিডা'কে তিনি জানিয়েছেন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যদি আইসিসি'র থেকে বেশি জানেন তা হলে তিনি তাঁর সঙ্গে সহমত হবেন। প্রাক্তন পাকিস্তানি পেসার একই সঙ্গে শেহওয়াগকে সচেতন করে দিয়েছেন পরবর্তীতে যে কোনও মন্তব্য ভেবে করার বিষয়ে। তিনি বলেছেন, "ক্রিকেটারদের এই বিষয়ে খেয়াল রাখা উচিৎ যাতে ভারত এবং পাকিস্তানের হারমনি ব্যাহত না হয় তাঁদের কারণে। যদি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতি করার কোনও সুযোগ থাকে আমি তাহলে সেই সেতু হওয়ার চেষ্টা করবো। শেহওয়াগকে আমার অনুরোধ সোশ্যাল মিডিয়ার জামানায় যে কোনও মন্তব্য ভেবেচিন্তে করুন। এই ধরনের মন্তব্য করা থেকে তাঁকে ব্যাহত থাকতে অনুরোধ করবো। তিনি যদি আইসিসি'র থেকেও বেশি জানেন তা হলে আমি তাঁর সঙ্গে সহমত হবো। কিন্তু এটা তাঁর মতামত। এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না।"
আন্তর্জাতিক ক্রিকেটে বীরন্দ্র শেহওয়াগের পারফরম্যান্স:
ভারতের জার্সিতে ১০৪টি টেস্ট ম্যাচে ৮৫৩৬ রান করেছেন বীরেন্দ্র শেহওয়াগ। পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারে ৯টি টেস্ট তিনি খেলেছেন। সেই সংখ্যক টেস্টে তাঁর সংগ্রহ১২৭৬ রান। ৯১.১৪ গড়ে চিরপ্রতিপক্ষের বিপক্ষে একটি ট্রিপল সেঞ্চুরি, দু'টি ডবল সেঞ্চুরি এবং একটি শতরান রয়েছে শেহওয়াগের।
আন্তর্জাতিক ক্রিকেটে শোয়েব আখতারের পারফরম্যান্স:
পাকিস্তানের জার্সিতে ৪৬টি টেস্ট, ১৬৩টি ওডিআই এবং ১৫টি টি-২০ ম্যাচ খেলেছেন শোয়েব। তিনটি ফরম্যাট মিলিয়ে তাঁর সংগৃহীত উইকেট ৪৪৪টি।