Weather update: জৈষ্ঠ্যেই ভাদ্রের পচা গরম, আজ ফের বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, দোসর দমকা হাওয়া

পচা ভাদ্রের গরম যেন। হাওয়া দিলেও গায়ে লাগছে না। গরমে গলদঘর্ম পরিস্থিতি শহরে। গত এক সপ্তাহ ধরে ঝড়-বৃষ্টি চলছে শহর সহ জেলায় জেলায়। কিন্তু গরম থেকে মিলছে না মুক্তি। শনিবারও আলিপুর আবহাওয়া দফতর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের েজলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সঙ্গে বইবে দমকা হাওয়া। কিন্তু গরম থেকে আপাতত কোনও রেহাই নেই। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।

ভ্যাপসা গরমে জেরবার

রোদ-বৃষ্টির খেলা চলছে আকাশে। কখনও মেঘলা আকাশ তো কখনও রোদ। তার মধ্যে ভ্যাপসা গরম। জৈষ্ঠ্য মাসে পচা ভাদ্রের গরমে েজরবার দশা। এদিকেআবহাওয়া দফতর প্রতিদিনই ঝড়-বৃষ্টির পূ্র্বাভাস দিচ্ছে। দিনের শেষে গিয়ে ছিঁটেফোঁটা বৃষ্টিতে ভিজছে শহর। কিন্তু গরম বজায় রয়েছে। কোনও ভাবেই কমছে না গরম। ভাদ্রমাসে যেমন ভ্যাপসা গরম হয় ঠিক তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে শহরে। আজও শহরের সর্বোচ্ছ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

কোন কোন জেলায় বৃষ্টি

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। কিন্তু তারপরেই ভ্যাপসা গরম বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ বৃষ্টি হলেও গরম থেকে রেহাই নেই।

উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলা গুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দুই দিনাজপুর ও মালদায়ও বৃষ্টি হবে। তার সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। উত্তর পূর্বের সব রাজ্যই চলছে ভারী বর্ষণ। বানভাসী হয়েছে অসম। ৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। এখনও তেমন অবস্থার উন্নতি হয়নি।

আর ২-১ দিনের মধ্যেই কেরলে বর্ষা

এবার বেশ কয়েকদিন আগেই কেরলে বর্ষা ঢুকবে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আন্দামান নিকোবরে ইতিমধ্যেই ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। কেরল, কর্নাটক, তামিলনাড়ুতে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। প্রাক বর্ষার বৃষ্টিতেই যাকে বলে জেরবার দশা কেরল, কর্নাটকবাসীর। একাধিক জায়গায় প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। বেঙ্গালুরু শহরে গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে।

More WEATHER News  

Read more about:
English summary
Weather forecast